Alamin Islam
Senior Reporter
নেইমারের অবসরের সিদ্ধান্ত! বাবা শোনালেন এক অজানা তথ্য
ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার জুনিয়র কি তবে মাঠকে বিদায় বলার উপক্রম করেছিলেন? সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্যে এমনটাই জানা গেছে। টানা চোটের আঘাতে বিপর্যস্ত এই ফরোয়ার্ড একটা সময় ফুটবল ক্যারিয়ারের ইতি টানার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। নেইমারের বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস সিনিয়রের বয়ানে উঠে এসেছে সেই মানসিকভাবে ভেঙে পড়ার গল্প।
হতাশার সেই কালো দিনগুলো
সবশেষ মেনিস্কাসের চোট নেইমারকে এতটাই কাবু করেছিল যে, তিনি আর লড়াই চালিয়ে যাওয়ার শক্তি পাচ্ছিলেন না। ইউটিউব চ্যানেল ‘রাফা টেসলা টি- এক্সপেরিয়েন্সিয়াস রেইস’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেইমার সিনিয়র জানান সেই বিষণ্ন সময়ের কথা। ২০২৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে এসিএল ও মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার পর থেকেই মূলত নেইমারের দুঃস্বপ্ন শুরু হয়।
নেইমার সিনিয়র বলেন, "ছেলের অস্ত্রোপচারের কথা আমরা জানাজানি হওয়ার আগেই সংবাদমাধ্যমে চলে এসেছিল, যা ওকে ভীষণভাবে আঘাত করে। আমি যখন ওর কাছে গেলাম, ওর চোখেমুখে কেবল ক্লান্তি আর অবসাদ দেখেছিলাম।" সে সময় নেইমার বাবাকে বলেছিলেন, তিনি আর এই ধকল সইতে পারছেন না এবং ফুটবল ছেড়ে দিতে চান।
বাবার পরামর্শ ও মানসিক রূপান্তর
ছেলের এই সিদ্ধান্ত বদলে দিতে নেইমার সিনিয়র তাকে নতুন করে স্বপ্ন দেখান। তিনি নেইমারকে মনে করিয়ে দেন সমালোচকদের জবাব দেওয়ার প্রয়োজনীয়তা এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্নের কথা। বাবার সেই অভয়বাণী জাদুর মতো কাজ করে।
পরের দিন সকালেই নেইমারকে পাওয়া যায় এক নতুন রূপে। নেইমার সিনিয়র স্মৃতিচারণ করে বলেন, "পরের দিন ও আমাকে অবাক করে দিয়ে অনুশীলনে নামে। দুই পায়ে নিখুঁত শট নিয়ে ও আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে ইশারা দেয়— ও পারবে। সেদিনই ও প্রতিজ্ঞা করে, শেষ পর্যন্ত লড়াই থামাবে না।"
সান্তোসে প্রত্যাবর্তনের দাপট
মানসিক বাধা পেরিয়ে নেইমার মাঠে ফেরেন ২০২৫ সালের জানুয়ারিতে তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে। ব্রাজিলিয়ান সিরি আ-তে সেই মৌসুমে তিনি মাত্র অর্ধেক সময় খেলার সুযোগ পেয়েছিলেন। তবে সেই অল্প সময়েই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। লিগে তার করা আটটি গোলের মধ্যে শেষ দিকে করা চারটি গোল সান্তোসকে রেলিগেশনের হাত থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখে।
সামনের লক্ষ্য: ২০২৬ বিশ্বকাপ
নেইমারের লক্ষ্য এখন ২০২৬ সালের ব্রাজিলিয়ান লিগ শুরুর আগে নিজেকে পুরোপুরি ফিট করে তোলা। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা (৭৯ গোল) এখন পর্যন্ত সেলেসাওদের হয়ে ১২৮টি ম্যাচ খেলেছেন। তিনটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা এই মহাতারকা চান আরও একবার বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে। ফুটবল বিশ্বের নজর এখন নেইমারের সেই দুর্দান্ত প্রত্যাবর্তনের দিকে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের জনপ্রিয় পেসার
- মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানালো আইপিএল কর্তৃপক্ষ
- বাংলাদেশ বিশ্বকাপ না খেললে? বিকল্প হিসেবে নাম আসছে যে দেশের
- earthquake today: পর পর দুইবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
- কলকাতার হাসপাতালে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- জবি ভর্তি ফলাফল ২০২৫-২৬: প্রকাশিত হলো বিজ্ঞান ইউনিটেররেজাল্ট,যেভাবে দেখবেন
- সোনার বাজারে বড় রেকর্ড: ভরিতে বাড়লো ৫১৩২ টাকা
- বাংলাদেশ বিশ্বকাপ খেলাতে ভারতে না গেলে কী হবে? আইসিসির সামনে কঠিন তিন পথ
- earthquake today: ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তিস্থল কোথায়?
- চলছে রংপুর বনাম চট্টগ্রাম ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ সিলেট বনাম নোয়াখালী ম্যাচ: খেলাটি কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশকে এক কথায় না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল: পুনঃপরীক্ষার ঘোষণা শীঘ্রই
- Sylhet Titans vs Noakhali Express Live:খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে সিলেট বনাম নোয়াখালী ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live