ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

মেসির সঙ্গে বৈঠক, বিশ্বকাপ নিয়ে স্কালোনির বার্তা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১১ ১২:২৪:০৬
মেসির সঙ্গে বৈঠক, বিশ্বকাপ নিয়ে স্কালোনির বার্তা

২০২৬ বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নিজের পরিকল্পনা ও দলের ভেতরের সমীকরণ নিয়ে নতুন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এএফএ স্টুডিওতে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি অধিনায়ক লিওনেল মেসির বর্তমান মানসিকতা থেকে শুরু করে উদীয়মান তারকাদের ক্লাব ক্যারিয়ার—সবকিছু নিয়েই নিজের স্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দল কোন পথে হাঁটছে, তা নিয়ে ফুটবল প্রেমীদের মনে থাকা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বজয়ী এই মাস্টারমাইন্ড।

কফি আড্ডায় মেসি-স্কালোনি: কী আলোচনা হলো?

ছুটির অবসরে রোজারিওর কাছে ফুনেসে দেখা হয়েছিল আর্জেন্টিনা ফুটবলের দুই প্রাণপুরুষের। সেই একান্ত সাক্ষাৎকারের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে স্কালোনি জানান, লিওনেল মেসি জন্মগতভাবেই একজন লড়াকু মানুষ। স্কালোনির ভাষায়, “মেসি কখনো মাঠের বাইরে অলস সময় কাটাতে পছন্দ করে না। তার জয়ের ক্ষুধা এবং সবসময় দলে থাকার প্রবল ইচ্ছা একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ। এই লড়াকু মানসিকতাই মূলত পরবর্তী প্রজন্মের জন্য সে রেখে যাচ্ছে।”

তবে ২০২৬ বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না কোচ। তিনি মনে করেন, মেসিতে কোনো প্রকার চাপে না ফেলে সিদ্ধান্ত নেওয়ার ভার তার ওপরই ছেড়ে দেওয়া উচিত। আপাতত সময়ের ওপরই সবকিছু নির্ভর করছে।

৫০ জনের বিশাল প্রাথমিক তালিকা ও সতর্ক অবস্থান

বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কালোনি এখন থেকেই একটি বড় প্রাথমিক তালিকা তৈরি করেছেন, যেখানে প্রায় ৫০ জন ফুটবলারের নাম রয়েছে। এর পেছনে রয়েছে গত বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা। স্কালোনি স্মরণ করিয়ে দেন যে, শেষ মুহূর্তে ইনজুরির কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আর সেই ঝুঁকি এড়াতেই এখনই কাউকে বাতিলের খাতায় না ফেলে সবাইকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

আলমাদা ও কার্বোনি: লিগ নয়, পারফরম্যান্সই শেষ কথা

তরুণ তুর্কি থিয়াগো আলমাদার দলবদল নিয়ে চারদিকে গুঞ্জন থাকলেও স্কালোনি একে স্বাভাবিকভাবেই দেখছেন। আলমাদা স্প্যানিশ ক্লাব ছেড়ে পালমেইরাসে যাবেন কি না—এমন প্রশ্নে কোচের উত্তর পরিষ্কার। তিনি বলেন, “খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্তে আমরা হস্তক্ষেপ করি না। সে কোন দেশে বা কোন লিগে খেলছে, তা আমার কাছে বিবেচ্য নয়। আমার মানদণ্ড হলো মাঠের পারফরম্যান্স। থিয়াগো যেখানেই খেলুক, সে যদি ভালো খেলে তবেই সে বিবেচনায় থাকবে।”

একই নীতি ভ্যালেন্তিন কার্বোনির ক্ষেত্রেও প্রযোজ্য। নিয়মিত খেলার সুযোগ পেতে কার্বোনির রেসিং ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোচ। স্কালোনির মতে, খেলোয়াড়দের ফর্ম ধরে রাখতে নিয়মিত মাঠে থাকা জরুরি।

প্রতিপক্ষ ও আগামী দিনের চ্যালেঞ্জ

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়ার সক্ষমতার প্রশংসা করেন স্কালোনি। বিশেষ করে আলজেরিয়ার কৌশলী কোচিং এবং অস্ট্রিয়ার আধুনিক ‘প্রেসিং’ গেম নিয়ে তিনি বেশ সতর্ক।

সাক্ষাৎকারের সমাপ্তিতে স্কালোনি ইঙ্গিত দেন যে, বর্তমান দলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং বড় কোনো রদবদলের প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তবে মার্চের পর থেকে আসল লড়াই শুরু হবে বলে মনে করেন তিনি। সেই কঠিন পথ পাড়ি দিতে কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন বলে মন্তব্য করেন এই আর্জেন্টাইন কোচ।

সোহেল/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ