ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

প্রবাসীদের জন্য বড় সুখবর

প্রবাসী ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ১৪:৫৬:৫৫
প্রবাসীদের জন্য বড় সুখবর

বৈদেশিক কর্মসংস্থান খাতে প্রবাসীদের জন্য বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক (সুদমুক্ত) ঋণ সুবিধা পাবেন রেমিট্যান্স যোদ্ধারা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে তিনি এই বিশেষ উদ্যোগের কথা জানান।

চলতি মাসেই মিলবে সেবা

উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহ মোতাবেক ঋণ কার্যক্রম চালু হতে যাচ্ছে। এই প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করেছেন। আলোচনার বরাত দিয়ে তিনি জানান, জানুয়ারী মাসের মধ্যেই এই নতুন ঋণ পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে।

শায়খ আহমাদুল্লাহর পরামর্শে এই উদ্যোগ

এই বিশেষ পদক্ষেপ গ্রহণের পেছনে বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর বিশেষ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। শায়খ আহমাদুল্লাহর পরামর্শ ও উৎসাহেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই সংস্কারের পথে এগিয়েছে। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আসিফ নজরুল।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।”

প্রবাসীদের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ?

বিদেশে যাওয়ার খরচ মেটাতে বা প্রবাস থেকে ফিরে এসে নতুন কিছু করতে অনেক প্রবাসীই ব্যাংকিং ঋণের ওপর নির্ভর করেন। তবে ধর্মীয় কারণে অনেকেই প্রচলিত সুদী ঋণ নিতে অনাগ্রহী ছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের এই নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে ধর্মীয় বিধান মেনে প্রবাসীরা সহজে ঋণ নিতে পারবেন, যা দেশের রেমিট্যান্স প্রবাহে আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আল-মামুন/

ট্যাগ: প্রবাসীদের সুখবর আসিফ নজরুল শায়খ আহমাদুল্লাহ Asif Nazrul প্রবাসী কল্যাণ ব্যাংক Probashi Kallyan Bank শরিয়াহ ভিত্তিক ঋণ Sharia Based Loan সুদমুক্ত ঋণ Interest Free Loan Expatriates Good News Shaykh Ahmadullah প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন ঋণ সুবিধা আসিফ নজরুলের ফেসবুক পোস্ট প্রবাসীদের জন্য শরিয়াহ লোন কিভাবে সুদমুক্ত ঋণ পাবেন প্রবাসীরা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন ২০২৫ বিদেশে যাওয়ার সুদমুক্ত লোন শরিয়া ভিত্তিক ব্যাংকিং নিউজ আসিফ নজরুলের নতুন ঘোষণা শায়খ আহমাদুল্লাহ ও প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের লোন পাওয়ার নিয়ম Asif Nazrul news today Probashi Kallyan Bank Sharia loan Interest free loan for expatriates Bangladesh Sharia based banking for probashi Shaykh Ahmadullah advice for expatriate loan Bangladesh Expatriates Welfare Bank update How to get Sharia loan from Probashi Kallyan Bank Asif Nazrul Facebook post on expat loan Islamic loan for Bangladeshi migrants Expatriate welfare ministry update প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেয়ার উপায় কবে থেকে শরিয়া ভিত্তিক ঋণ শুরু হবে আসিফ নজরুল প্রবাসীদের নিয়ে কি বললেন শরিয়া পদ্ধতিতে প্রবাসীদের জন্য লোন কবে চালু হবে Asif Nazrul news about Probashi Kallyan Bank

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ