ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আইসিসি বাংলাদেশের দাবি না মানলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাড়াতে পারে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৮ ১৭:৩৪:৩১
আইসিসি বাংলাদেশের দাবি না মানলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাড়াতে পারে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেলেও ভেন্যু নিয়ে কাটছে না ঘোর অনিশ্চয়তা। ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে পাহাড়ের মতো অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিস্থিতিতে আইসিসি যখন বিসিবিকে মানানোর শেষ চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই নাটকীয় মোড় নিয়ে সামনে এলো পাকিস্তানের নাম। গুঞ্জন উঠেছে, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে পাকিস্তানও।

বিসিবির অনমনীয় অবস্থান ও আইসিসির উদ্বেগ

বিশ্বকাপের সূচি অনুযায়ী ভারতের মাটিতে ম্যাচ খেলার কথা থাকলেও নিরাপত্তা বা অন্য কোনো কৌশলগত কারণে সেখানে না যাওয়ার সিদ্ধান্তে অবিচল বিসিবি। এই জটিলতা নিরসনে আইসিসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ঢাকা সফর করে। বিসিবির নীতিনির্ধারকদের সাথে দীর্ঘ বৈঠকেও মেলেনি কোনো সমাধান।

বিসিবির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, তারা ভারতের মাটিতে খেলবে না। এর পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া অথবা গ্রুপ পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ১০টি দেশের সম্মতি নিয়ে গ্রুপ পুনর্বিন্যাস করা আইসিসির জন্য এক বিশাল প্রশাসনিক চ্যালেঞ্জ।

দৃশ্যপটে পাকিস্তান: নতুন সমীকরণ?

বিসিবির এই একরোখা অবস্থানের মধ্যেই সবচেয়ে বড় চমক হয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য প্রতিক্রিয়া। গত বছরের আগস্টের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে এক নতুন মেরুকরণ দেখা দিয়েছে। এই অল্প সময়ের ব্যবধানে দুই দেশের বোর্ড প্রধানদের একাধিক বৈঠক ও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ফলে তাদের মধ্যকার বোঝাপড়া এখন বেশ তুঙ্গে।

পাকিস্তানি গণমাধ্যমগুলোর দাবি, বিসিবির দাবি আইসিসি আমলে না নিলে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো 'শকিং' বা কঠোর কোনো ঘোষণা দিতে পারে। পিসিবির অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তারা বিশ্বকাপের সমীকরণ বদলে দিতে প্রস্তুত।

আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দুটি বড় বাজারকে বাদ দিয়ে টুর্নামেন্ট আয়োজন করা আইসিসির জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। উপমহাদেশের এই দুই পরাশক্তি ছাড়া বিশ্বকাপের জৌলুস যেমন কমবে, তেমনি স্পন্সরশিপ ও দর্শকপ্রিয়তার দিক থেকেও আইসিসি বড় অংকের আর্থিক লোকসানের সম্মুখীন হবে।

শেষ পর্যন্ত কী ঘটবে?

বাংলাদেশের জন্য এখন পাকিস্তানের এই সম্ভাব্য সমর্থন বড় এক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। যদিও পাকিস্তান শেষ পর্যন্ত বয়কটের পথে হাঁটবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বিশ্বকাপের ভেন্যু নিয়ে আইসিসিকে হয়তো বাংলাদেশের দাবি মেনে নিয়ে নতি স্বীকার করতে হতে পারে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ