ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

সরাসরি শেষ ১৬-তে কারা? বার্সা-সিটি ও পিএসজির জটিল সমীকরণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৮ ১০:৩৬:২২
সরাসরি শেষ ১৬-তে কারা? বার্সা-সিটি ও পিএসজির জটিল সমীকরণ

ইউরোপ সেরার লড়াই এখন চূড়ান্ত রোমাঞ্চের সন্ধিক্ষণে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ রাউন্ডে আজ নির্ধারিত হবে কোন দলগুলো সরাসরি সেরা আট নিশ্চিত করবে। সরাসরি নকআউট পর্বে পা রাখতে ফুটবল বিশ্বের শক্তিশালী ক্লাবগুলোর সামনে এখন গাণিতিক সমীকরণের চ্যালেঞ্জ।

সমীকরণ ও ফরম্যাট: যা জানা প্রয়োজন

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকার শীর্ষ আট দল কোনো বাধা ছাড়াই সরাসরি শেষ ১৬-তে প্রবেশ করবে। অন্যদিকে, ৯ম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দলকে প্লে-অফ পর্বে অংশ নিতে হবে। সেই প্লে-অফের আটটি জয়ী দল পরবর্তী সময়ে সেরা আটের সঙ্গে শেষ ১৬ পূর্ণ করবে। প্লে-অফ লড়াইয়ের ভাগ্য নির্ধারিত হবে আগামী ৩০ জানুয়ারি, শুক্রবারের ড্রতে।

আর্সেনাল-বায়ার্ন নির্ভার, লক্ষ্য এখন ৬টি স্পটের

লন্ডন জায়ান্ট আর্সেনাল এবং জার্মানি চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ইতোমধ্যেই টেবিলের শীর্ষে থেকে তাদের কাজ সেরে রেখেছে। সরাসরি শেষ ১৬-র লড়াইয়ে আর মাত্র ৬টি জায়গা খালি রয়েছে। লিগ পর্বের ৭ম রাউন্ড শেষে আর্সেনাল ও বায়ার্নসহ মোট ১৫টি ক্লাব পরের রাউন্ডে জায়গা করে নিলেও, নকআউট পর্বের বাকি ৯টি অবস্থানের জন্য এখনো লড়ছে ১৭টি দল।

বড় দলগুলোর ভাগ্য পরীক্ষা

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল ও পিএসজি নকআউট পর্ব নিশ্চিত করলেও তাদের জন্য সরাসরি সেরা আটে ঢোকা এখনো নিশ্চিত নয়। আজকের ম্যাচগুলো তাই তাদের জন্য শীর্ষ আটে ওঠার শেষ সুযোগ।

পয়েন্ট তালিকায় ৬ষ্ঠ থেকে ১৩তম স্থানে থাকা ৮টি দলেরই সংগ্রহ সমান ১৩ পয়েন্ট। এই জমাট লড়াইয়ের চিত্রটি এমন:

পিএসজির অগ্নিপরীক্ষা: ফরাসি ক্লাব পিএসজি নিজেদের মাঠে ইংলিশ ক্লাব নিউক্যাসলের মুখোমুখি হবে। সেরা আটে উঠতে কিলিয়ান এমবাপ্পের দলের জন্য এই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ।

চেলসি বনাম নাপোলি: ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি পাড়ি জমাবে ইতালিতে। সেখানে তাদের প্রতিপক্ষ নাপোলি। বর্তমানে পয়েন্ট টেবিলের ২৫ নম্বরে থাকা নাপোলির জন্য টুর্নামেন্টে টিকে থাকার শেষ আশাটুকু নির্ভর করছে আজকের জয়ের ওপর।

বার্সা ও সিটির অপেক্ষা: তালিকার ৯ম স্থানে থাকা বার্সেলোনা এবং ১১তম স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ভাগ্য কেবল নিজেদের জয়ের ওপর নির্ভর করছে না। তারা নিজেরা জিতলেও তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা প্রতিদ্বন্দ্বীরা যদি কোনোভাবে হোঁচট খায়।

আজ রাতের হাইভোল্টেজ সব ম্যাচের শেষ বাঁশির পরই নিশ্চিত হবে—কোন দলগুলো সরাসরি শেষ ১৬-র আনন্দ নিয়ে ফিরছে আর কাদের যেতে হবে প্লে-অফের কঠিন পথে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

উসমানিয়া গ্লাসের EPS প্রকাশ

উসমানিয়া গ্লাসের EPS প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত শিল্প খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড তাদের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক ফলাফল... বিস্তারিত