ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রত্যাখানের সিদ্ধান্ত চূড়ান্ত পাকিস্তানের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৮ ২০:২৯:৫১
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রত্যাখানের সিদ্ধান্ত চূড়ান্ত পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও নিশ্চিত করেনি তারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কিনা। শুক্রবার থেকে সোমবারের মধ্যে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। বৈঠকের পর জানা গেছে, পাকিস্তান কতটা বিশ্বকাপে খেলবে, তা কয়েক দিনের মধ্যে চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

বিশ্বকাপ সম্পূর্ণভাবে বয়কট না করলেও, পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলবে কিনা তা পরিস্থিতি অনুযায়ী ঠিক করবে। টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান-ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি। এর আগে পাকিস্তান গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি হবে। প্রথম দুটি ম্যাচে জয় পেলে ভারত ম্যাচ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে।

এক সূত্র জানিয়েছে, “নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ জিতলে ভারতের বিপক্ষে খেলায় অংশ না নেওয়ার সম্ভাবনা আরও দৃঢ় হবে।” গ্রুপ পর্বের শেষ ম্যাচ পাকিস্তান নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম দুটি ম্যাচে জয় নিশ্চিত হলে, পাকিস্তানের গ্রুপ পর্বে অগ্রগতি সহজ হবে, এমনই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

পিসিবি বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলকে বাদ দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশের জন্য আইসিসিকে লিখিত চিঠি দেওয়ার পরিকল্পনা করছে। বোর্ডের সূত্র জানায়, “বিশ্বকাপ চলাকালীন পিসিবি আইসিসিকে প্রতিবাদ জানাতে লিখিত চিঠি পাঠাবে।”

তবে, পুরো বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তান আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি হতে পারে। পিসিবির আইনগত উপদেষ্টা বিশেষভাবে সতর্ক করেছেন যে, ভারতের সঙ্গে ম্যাচ থেকে সরে গেলে সম্প্রচার চুক্তি লংঘনের ঝুঁকি থাকবে।

সাকিব/

ট্যাগ: পিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ পাকিস্তান ক্রিকেট নিউজ T20 World Cup 2026 PCB Pakistan Cricket News Pakistan boycott T20 World Cup পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ভারত ম্যাচ পাকিস্তান বিশ্বকাপ বয়কট পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত-পাক ম্যাচ অনিশ্চিত পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ পাকিস্তান নামিবিয়া ম্যাচ পাকিস্তান ভারত ম্যাচ বয়কট পিসিবি আইসিসি চিঠি পাকিস্তান প্রতিবাদ আইসিসি পাকিস্তান ক্রিকেট আইনি জটিলতা পাকিস্তান সম্প্রচার চুক্তি ঝুঁকি পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ Pakistan Cricket Board Pakistan vs India Pakistan T20 World Cup India-Pakistan T20 match Pakistan Netherlands match Pakistan USA match Pakistan Namibia match Pakistan-India T20 match uncertain PCB ICC protest letter Pakistan legal issues cricket Pakistan TV broadcast rights risk Pakistan World Cup participation Pakistan cricket update

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ