MD. Razib Ali
Senior Reporter
শেষ ষোলো নিশ্চিত লিভারপুল-বার্সালোনার, বিপদে রিয়াল মাদ্রিদ-পিএসজি
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব শেষে স্পষ্ট হয়ে গেছে নকআউটের চিত্র। শক্তিশালী লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিলেও চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই এবং ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে খেলতে হবে অতিরিক্ত প্লে-অফ।
অ্যানফিল্ডে নিজেদের শেষ ম্যাচে একতরফা আধিপত্য দেখিয়েছে লিভারপুল। কারাবাখের বিপক্ষে গোলবন্যা বইয়ে ৬-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এই বড় জয়ে ৩৬ দলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থেকে শেষ করে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। এর আগেই আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ নকআউট নিশ্চিত করেছিল।
লিভারপুলের পাশাপাশি টটেনহ্যাম, চেলসি, স্পোর্টিং লিসবন, বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটিও সরাসরি শেষ ষোলোতে জায়গা পেয়েছে।
ইতিহাদ স্টেডিয়ামে গ্যালাতাসারাইকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ২০২৩ সালের চ্যাম্পিয়ন সিটি। ২-০ গোলের ম্যাচে জালের দেখা পান আর্লিং হাল্যান্ড ও রায়ান শেরকি। এই ফলেই অষ্টম স্থানে থেকে নকআউটে ওঠে পেপ গার্দিওলার দল।
কাতালোনিয়ায় দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে শুরুতেই ধাক্কা খায় তারা, মাত্র চার মিনিটে ১৭ বছর বয়সী ভিক্টর দাদাসন কোপেনহেগেনকে এগিয়ে দেন। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। লেভানডোভস্কির গোলে সমতা ফেরে, এরপর লামিনে ইয়ামালের দিক বদলে যাওয়া শট, রাফিনহার পেনাল্টি এবং শেষ দিকে মার্কাস রাশফোর্ডের ফ্রি-কিকে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। ফলে টেবিলের পঞ্চম স্থান নিয়েই শেষ ষোলোতে নাম লেখায় ব্লাউগ্রানারা।
অন্যদিকে, ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে ১-১ ড্র করে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গত মৌসুমের মতো এবারও তাদের খেলতে হবে প্লে-অফ।
সবচেয়ে নাটকীয় পরিস্থিতির জন্ম দেয় রিয়াল মাদ্রিদের ম্যাচ। বেনফিকার মাঠে শুরুতে কিলিয়ান এমবাপ্পের হেডে এগিয়ে গেলেও বিরতির আগেই আন্দ্রেয়াস শেলদেরুপ ও ভাঙ্গেলিস পাভলিদিসের পেনাল্টিতে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে শেলদেরুপ আবার গোল করেন। এমবাপ্পে ব্যবধান কমালেও শেষদিকে বিপাকে পড়ে রিয়াল। ইনজুরি টাইমে রাউল আসেনসিও ও রদ্রিগো লাল কার্ড দেখায় ৯ জনে পরিণত হয় দলটি। ঠিক তখনই ফ্রি-কিক থেকে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের হেডে বেনফিকার চতুর্থ গোল আসে, যা নিশ্চিত করে তাদের জয় ও প্লে-অফের টিকিট।
সব মিলিয়ে, কিছু দল আত্মবিশ্বাস নিয়ে সরাসরি শেষ ষোলোতে উঠলেও পিএসজি ও রিয়ালের মতো জায়ান্টদের টিকে থাকতে লড়তে হবে অতিরিক্ত ধাপ পেরিয়ে। এবারের আসরের নকআউট পর্ব তাই আরও জমজমাট হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আল মাহমুদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ ব্যাংকের এক সিদ্ধান্তে শেয়ার বাজারে বড় পতন
- ৫ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ, কার লাভ, কার লোকসান
- ভারত থেকে সরে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
- টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছে বাংলাদেশ!
- টি-টোয়েন্টি বিশ্বকাপ:বাংলাদেশকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আইসিসি
- টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৯ কোম্পানির শেয়ার
- দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল নাহী অ্যালুমিনিয়াম
- ডিএসই-সিএসই বিলুপ্ত হচ্ছে, গঠিত হবে একক স্টক এক্সচেঞ্জ
- শবে বরাত ২০২৬: জানুন নামাজের নিয়ম ও বিশেষ দোয়া
- সোনার দামে ইতিহাস, ভাঙল সব রেকর্ড
- বাংলাদেশ ব্যাংক বন্ধের পথে ৬ এনবিএফআই, ৩টিকে সময় দিলো
- উসমানিয়া গ্লাসের EPS প্রকাশ
- এমপিওভুক্ত শিক্ষকদের দারুন সুখবর: নীতিমালা জারি
- শেষ বাংলাদেশ বনাম থাইল্যান্ডের মধ্যকার বাঁচা মরার ম্যাচ, জানুন ফলাফল