ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অবসর ভেঙ্গে জাতীয় দলে ডি ভিলিয়ার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ০৭ ১৫:১০:৩২
অবসর ভেঙ্গে জাতীয় দলে ডি ভিলিয়ার্স

এবার সত্যি হয়েছে সেই গুঞ্জন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে তিন বছর পর আবারো জাতীয় দলে ফিরলেন এই ব্যাটার।

২০১৮ সালের মার্চে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সর্বশেষ প্রোটিয়া জার্সিতে দেখা গিয়েছিল ডি ভিলিয়ার্সকে। এরপরের মাসে মাত্র ৩৪ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে দেন মিস্টার ৩৬০ ডিগ্রী।

দক্ষিণ আফ্রিকা দলের সাম্প্রতিক অবস্থা ভঙ্গুর। বিপরীতে আইপিএলে রীতিমত দাপিয়ে বেড়ানো পারফরম্যান্স করেছেন এবি ডি। যার ফলে এতদিন এক প্রকার আফসোসে কেটেছে প্রোটিয়া সমর্থকদের।

এসব কারণেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বারবার ডি ভিলিয়ার্সকে ফেরানোর কথা বলেছিলেন। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। সেখানে দুটি টেস্ট ও পাঁচটি টি-২০ খেলবে প্রোটিয়ারা। এই সফরেই টি-২০ দলে খেলবেন ডি ভিলিয়ার্স।

এর আগে দক্ষিণ আফ্রিকার হেড কোচ মার্ক বাউচারও টি-২০ বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি ডি ভিলিয়ার্স নিজেও আইপিএলের এক ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছিলেন, সুযোগ থাকলে দলে ফিরতে তার আপত্তি নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ