ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আসন্ন টি ১০ লীগে খেলতে যাবে যে টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ০৭ ১৬:৫৭:৩০
আসন্ন টি ১০ লীগে খেলতে যাবে যে টাইগাররা

ব্যাট-বলের সংক্ষিপ্ত ফরম্যাট একটা সময় শুধুই টি-২০ থাকলেও সময়ের বিবর্তনে সেটা নেমে এসেছে ১০ ওভারে। রীতিমতো বিশ্বের তারকা ক্রিকেটারদের নিয়ে নিয়মিত আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট!

সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে টি-১০ টুর্নামেন্টের চারটি আসর অনুষ্ঠিত হবার পর এবার পঞ্চম আসর আয়োজন করার অপেক্ষায় আমিরশাহি। চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ ক্রিকেটের বিশ্ব আসর। যা শেষ হবার কথা রয়েছে আগামী ১৫ নভেম্বর। টি-২০ বিশ্বকাপের এই আসর ভারতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও ক’রোনার কারনে তা সরিয়ে নেয়া হচ্ছে আরব আমিরাতে।

ফলে বিশ্বকাপের পরই মূলত আয়োজন করা হবে টি-১০ লিগ। এছাড়া বিশ্বকাপের পর আয়োজন করার অন্যতম আরও একটি কারন হল, বিশ্বের যেসব তারকা ক্রিকেটারদের সাথে ফ্র‍্যাঞ্চাইজিগুলোর চুক্তি রয়েছে তারা যেন টুর্নামেন্টে অংশ নিতে পারেন। আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজিত হলে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন নিয়ে জটিলতারও অবসান হবে খুব সহজেই।

নতুন করে দেয়া ঘোষণা অনুযায়ী টি-১০ লিগের পঞ্চম আসর মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ১৫ দিন ব্যাপী এই টুর্নামেন্ট আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উদযাপনের উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে। আগেরবার টুর্নামেন্টের সময় কিছুটা কম থাকলেও এবার তা বাড়ানো হয়েছে। কেননা জাতীয় দিবস উপলক্ষে বাড়তি যে ছুটি রয়েছে তার জন্যই বাড়ানো হয়েছে সময়।

টি-১০ লিগ টুর্নামেন্টের গত আসরে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন নাসির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মুক্তার আলি, মনির হোসেন, মেহেদি হাসান ও সোহাগ গাজীরা। এছাড়া তাসকিন আহমেদকে একটি ফ্র‍্যাঞ্চাইজি কিনলেও শেষ পর্যন্ত তিনি জাতীয় দলের খেলা রেখে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। আগামী আসরে বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকজন তারকাকে হয়তো দেখা যেতে পারে টি-১০ টুর্নামেন্টে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ