ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

তাসকিনকে দেখে সাহস পেয়েছি: মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৮ ১২:৫৬:৩৫
তাসকিনকে দেখে সাহস পেয়েছি: মুস্তাফিজ

তাসকিনকে এইভাবে ফিরে আসতে দেখে বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজ। আবারও দলে নিজের জায়গা শক্ত করেছে তাসিাকন। তাসকিন যেভাবে পরিশ্রম করে নিজেকে ফিরে পাওয়ার লড়াই করেছেন সেই জিনিসটিই ভালো লেগেছে ফিজের। নিচ্ছেন নিজের অনুপ্রেরণা হিসেবে।

শ্রীলঙ্কার বিপক্ষে সম্পূর্ণ নতুন তাসকিন আহমেদকে দেখেছে ক্রিকেট বিশ্ব। গতি ধরে রেখে টানা ভালো জায়গায় বোলিং করেছেন। গতির সাথে সিম মুভমেন্ট আর ন্যাচারাল বাউন্সারে পরাস্ত করেছেন লঙ্কান ব্যাটসম্যানদের। অথচ তাসকিনের এভাবে ফিরে আসাটা সহজ ছিল না। প্রচুর পরিশ্রম করেই কিছুটা হলেও ফিরে পেয়েছেন নিজেকে। তাসকিনের এমন দুর্দান্ত পরিশ্রম করাটা অনুপ্রেরণা জাগাচ্ছে মুস্তাফিজুর রহমানকে।

দেশে ফিরে ডেইলি স্টারকে মুস্তাফিজ বলেন, “খুব কষ্ট করেছে তাসকিন। করোনাভাইরাস বিরতির সময়ে অনেক পরিশ্রম করেছে। বেশ ভালো ছন্দে আছে সে। আমি চাইবো, সে যেন এটা ধরে রাখে। অবশ্যই, তার এভাবে ফেরাটা আমাকেও অনুপ্রাণিত করেছে।”

আইপিএল খেলতে যাওয়ার আগেও সময়টা একেবারে ভালো যায়নি মুস্তাফিজুর রহমানের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে ২২.৩ ওভারে রান খরচ করেছেন ওভার প্রতি ৮ এর কাছাকাছি। টি-টোয়েন্টি ক্রিকেটেও সময়টা ভালো যায়নি ফিজের। তবে আইপিএলে বেশ ভালো সময় কেটেছে কাটার মাস্টারের।

করোনা মোকাবিলায় আইপিএল থেকে উপর্জনের সবটুকু দান করলেন এই ধারাভাষ্যকারজুনে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স! যে সময়টাতে পরিশ্রম করে টেস্ট দলে জায়গা পেয়েছেন তাসকিন সেখানে টেস্ট দলের ভাবনা থেকে কিছুটা হলেও দূরে সরে গেছেন ফিজ। অথচ তিন ফরম্যাটে খেলাটা স্বপ্ন মুস্তাফিজেরও। ফলে টেস্ট দলে হারানো জায়গাটা ফিরে পেতে কাজ করছেন সুইং নিয়েও।

ফিজ আরো বলেন, “আমি সবসময়ই বলেছি, আমি তিন সংস্করণেই খেলতে চাই। শেখার তো শেষ নেই। আমি সুইং নিয়ে কাজ করছি। টেস্ট খেললে বোলিংয়ে লম্বা সময় পাওয়া যায়, নিজের কাজগুলো বুঝে নেওয়া যায়… সেটা সুইং হোক কিংবা একটা নির্দিষ্ট জায়গায় বোলিং করা হোক। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে তো আমি সে সময়টা পাবো না।”

আপার জন্য বাছই করা কিছু নিউজ