ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আইপিএল স্থগিত হওয়া কয়েকদিনের মধ্যেই হঠাৎ নতুন সুখবর পেলো সাকিবের কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ১০ ২১:১৫:৪৫
আইপিএল স্থগিত হওয়া কয়েকদিনের মধ্যেই হঠাৎ নতুন সুখবর পেলো সাকিবের কলকাতা

এবার সেই কোয়ারেন্টিন কাটিয়ে বাড়ি ফিরেছেন বরুণ ও সন্দীপ। নাইট রাইডার্সে খেলা বাংলাদেশি সুপারস্টার সাকিব আল হাসানও দেশে ফিরে পরপর দুই বার করোনা নেগেটিভ হয়েছেন। তার এই দুই সতীর্থ করোনামুক্ত হলেও নাইট রাইডার্সের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, রবরুণ ও সন্দীপ ১০ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে ইতিমধ্যেই বাড়ি পৌঁছে গরছে। তবে তাদের স্বাস্থ্যের ব্যাপারটা কলকাতা নাইট রাইডার্সের ডাক্তাররা দেখভাল করবে।’ চলতি বছর আইপিএলের মাঝপথে অনুশীলন করার সময় সন্দীপ ওয়ারিওরের থেকে ভাইরাস দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রের শরীরে ছড়িয়ে যায়।

সেই ঘটনার পরেও আইপিএল বন্ধ করে করে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। তবে চেন্নাই সুপার কিংস শিবির ও ঋদ্ধিমান সাহা কোভিডে আক্রান্ত হওয়ার পর গত ৪ মে এবারের মতো টুর্নামেন্ট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ