ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

তামিম, মুশফিকদের চুক্তি পূর্ণমূল্যায়ন করতে যাচ্ছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ১২ ১৫:৩৬:৩৪
তামিম, মুশফিকদের চুক্তি পূর্ণমূল্যায়ন করতে যাচ্ছে বিসিবি

গেল বছরের মার্চে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করেছিল বিসিবি। প্রথমবারের মতো লাল বল ক্রিকেট (টেস্ট ক্রিকেট) এবং সাদা বল ক্রিকেটের (ওডিআই এবং টি-টোয়েন্টির জন্য আলাদা চুক্তি দেয়া হয়েছিলো। চুক্তিতে ১৬জন খেলোয়াড় রাখা হয়েছিলো।

চলতি বছর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির প্রসঙ্গে আকরাম খান ডেইলি ক্রিকেটকে জানিয়েছেন, আমরা শ্রীলঙ্কা সিরিজের পর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পূর্ণমূল্যায়ন করবো।‘

গত বছর সাতজন খেলোয়াড় তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন। তারা হলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।টেস্ট অধিনায়ক মোমিনুল হক, নাইম হাসান, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেনকে শুধুমাত্র লাল বলের চুক্তিতে রাখা হয়েছিলো।

মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাইম শেখকে সাদা বলের ক্রিকেটে রাখা হয়েছিলো।

আপার জন্য বাছই করা কিছু নিউজ