ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আইপিএলের এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন যে পাঁচ ব্যাটসম্যান জেনেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ১২ ১৬:২৫:১৬
আইপিএলের এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন যে পাঁচ ব্যাটসম্যান জেনেনিন

৪) রাহুল তেওয়াটিয়া: ৩০ রান-: আইপিএল ২০২০-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে ২২৪ রান চেস করেছিল রাজস্থান রয়্যালস। আর এই জয়ের নেপথ্যে নায়ক ছিলেন রাহুল তেওয়াটিয়া। ওই ম্যাচের ১৮তম ওভারে শেলডন কট্রেলকে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩০ রান নেন। এরফলে জয়ের রাস্তা আরও সহজ হয়ে যায়। তিনি ৩১ বলে ৫৩* রানে অপরাজিত থাকেন।

৩) সুরেশ রায়না: ৩২ রান-: আইপিএল ২০১৪-এ সুরেশ রায়না কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বিপক্ষে একটি ওভারে ৩২ রান নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রইলেন। এই ম্যাচে তিনি মাত্র ২৫ বলে ৮৭ রান করেছিলেন।

২) রবীন্দ্র জাদেজা: ৩৬ রান-: ‘পার্পেল ক্যাপ হোল্ডার’ হর্ষাল প্যাটেলের ২০ তম ওভারে এদিন ‘স্যার’ রবীন্দ্র জাদেজা ৫টি ছক্কা ও ১টি বাউন্ডারি সাহায্যে ৩৬ রান নিয়ে ক্রিস গেলের রেকর্ড স্পর্শ করলেন। একটি নো বলও হয়েছিল। তার ২৮ বলে ৬২* রানের মারকাটারি ইনিংসের দৌলতে সিএসকে ১৯১ রান তোলে। জবাবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।

১) ক্রিস গেইল: ৩৬ রান-: আইপিএল ২০১১-এ কোচি টাস্কারস কেরলের বিপক্ষে তৎকালীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিস্ফোরক ওপেনার ক্রিস গেইল ৫টি ছক্কা ও ১টি বাউন্ডারি সাহায্যে ৩৬ রান নিয়েছিলেন প্রশান্ত পরমেশ্বরের ওভারে। এমনকি একটি নো বলও হয়েছিল।

প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় বিরাট কোহলি (২০১৬), বীরেন্দ্র শেহবাগ (২০০৮), শন মার্শও (২০১১) রয়েছেন, যারা প্রত্যেকেই এক ওভারে ৩০ রান নিয়েছেন।

আপার জন্য বাছই করা কিছু নিউজ