ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সকাল ১০টা নতুন সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১ম ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ১৮ ১১:০৪:৫৯
সকাল ১০টা নতুন সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১ম ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের সিরিজটির সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চূড়ান্ত দিনক্ষণও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ২৩ই মে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ই মে। এরপর অবশ্য দুইদিন বিরতি রয়েছে মাঝখানে। ২৮ই মে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।এদিকে এই সিরিজে দুই দলের মাঠে নামার সময়ও নির্ধারন করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর ১টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচের ক্ষেত্রে একই সময় বহাল রাখার কথা রয়েছে।

এদিকে ২৩ই মে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলেও এর আগে ২১ই মে দুই দলের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি অবশ্য শুরু হবে সকালেই।

ঘরের মাঠে লঙ্কানদের আতিথেয়তা দেয়ার জন্য বাংলাদেশ ক্রিক্ট বোর্ড ঘোষণা করেছে ২৩ সদস্যের প্রাথমিক দল। এই ২৩ সদস্যের দল অবশ্য ছোট হয়ে ১৫ জনে নামতে পারে প্রস্তুতি ম্যাচ শেষে। এর আগেই অবশ্য ইনজুরির কারনে ছিটকে যাচ্ছেন রুবেল হোসেন এবং হাসান মাহমুদ।

এক নজরে দেখে নেয়া যাক দুই দলের স্কোয়াড

বাংলাদেশঃ তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

শ্রীলঙ্কাঃ কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শিরান ফার্নান্দো।

আপার জন্য বাছই করা কিছু নিউজ