ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কিছুক্ষন পর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সম্ভাব্য সেরা একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৩ ১২:২৬:৫৮
কিছুক্ষন পর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সম্ভাব্য সেরা একাদশ

তবে পরিসংখ্যান কিন্তু শ্রীলংকার পক্ষেই কথা বলছে। ওয়ানডেতে অতীতে ৪৮ ম্যাচে মুখোমুখি হয় উভয় দল। তার মধ্যে মাত্র ৭ ম্যাচে জয় পায় বাংলাদেশ আর ৩৯ ম্যাচে জয় পায় শ্রীলংকা। দুটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি।

পরিসংখ্যানে শ্রীলংকা এগিয়ে থাকলেও বাস্তবে এগিয়ে বাংলাদেশ দল। কারণ এই সিরিজে শ্রীলংকা তাদের তরুণ দল নিয়ে সফরে এসেছে। অন্যদিকে বাংলাদেশ তাদের সেরা ক্রিকেটারদের নিয়েই মাঠের লড়াইয়ে নামছে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলংকা সম্ভাব্য একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, ধানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, নিরশন ডিকওয়েলা, পাথুম নিশাঙ্কা, ওনিন্দু হাসারঙ্গা, অসিত ফার্নান্দো, লক্ষণ সান্দাকান ও ইসুরু উদানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ