ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

এবার বিচারের কাঠগড়ায় ক্যাপ্টেন তামিম ইকবাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৬ ১৬:৪৯:৫৬
এবার বিচারের কাঠগড়ায় ক্যাপ্টেন তামিম ইকবাল

যাই হোক বর্তমানে লিটন, সৌম্য, মিঠুন দের শুরু ও তামিম এর মতই হচ্ছে। কিছু ক্ষেত্রে তামিম এর চেয়ে ভালো ও বটে কিন্তু বাংলাদেশ এর ক্রিকেট এ এখন, এভাবে খেলে সুযোগ পাওয়া সম্ভব না। যাই হোক, ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত তামিম এর গড় যথাক্রমে ৪৬.৩৮, ৪৫.২২, ৬৪.৬, ৮৫.৫, ২৪.৫৬, ১৫৫ এবং ৪১.৬৭. যেটা নিঃসন্দেহে যথেষ্ট ভালো। এই সময় তামিম এর স্ট্রাইক রেট ৭৮ এর মত ছিল। যাকে খুব ভালো বলা যায় না, কিন্তু খুব খারাপ ও না কারণ, বাকি ৩ সিনিয়র দের স্ট্রাইক রেট ও একইরকম।

এবার তামিম এর স্লো ব্যাটিং দলের উপর কেমন প্রভাব ফেলে সেটা দেখা যাক। তামিমের সেঞ্চুরি ১৩ টা, ১৩ টা সেঞ্চুরির মধ্যে ১০ টাই ম্যাচ উইনিং নক! বাকি ৩ টা ১২৫(১২০) ইংল্যান্ডের বিপক্ষে(mom), ১১২(১৩২) শ্রীলংকার বিপক্ষে, ১২৮(১৪২) ইংল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ তামিম এর স্লো সেঞ্চুরি দলের ক্ষতি করে এমন বলা টা সম্পূর্ণ অযৌক্তিক। তামিম এর ৫০+ করা বেশির ভাগ ম্যাচেই বাংলাদেশ জিতেছে। এরপরও তামিম এর স্লো খেলা বাংলাদেশের জন্য খারাপ হয় কেমনে? গত ৬ বছরে নিঃসন্দেহে তামিম দেশের সেরা ব্যাটসম্যান। শুধু ২০১৯ এ সাকিব অন্য যেকারো থেকে ফার বেটার ছিল।

তামিম এর স্ট্রাইক রেট কম হওয়ার কিছু কারণ স্ট্রাইক রোটেশন এ সমস্যা, দ্রুত ১/২ উইকেট পড়ে যাওয়া, নতুন বল ফেইস করা এসব। তামিম ভালো দৌড়াইতে পারে না এতে কোনো সন্দেহ নাই। রান নেওয়ার সিদ্ধান্ত নিতেও কিছু সমস্যা আছে। আর একটু বেশি ই ডট খেলেন যার ফলে স্ট্রাইক রেট কমে যায়। যদিও বাউন্ডারি বেশি মেরে সেটা পোষায় ও দেন তিনি। সবার খেলার ধরন একরকম হয় না। শুধু এই সমস্যা থাকলে তার গড় ৭৮ এর বদলে ৮৫ থাকতো।

১০ ওভারের মধ্যে ২ উইকেট চলে গেলে আপনি আপনার স্ট্রাইক রেট বাড়ানোর জন্য দলকে রিস্কে পাঠাবেন না কখনো। যেটা সবসময় ই হয়। নতুন বল ফেইস করতে যেয়ে, লিটন সৌম্য রা ১০ বল খেলতেই আউট হয়ে যায়। তামিম এই সময়ে বাজে বল ছাড়া বাউন্ডারি মারার চেষ্টা করে না। এজন্য স্ট্রাইক রেট কমে যায়।

তাই তামিম কিংবা তার ৭০ স্ট্রাইক রেট এর জন্য না আমরা হেরেছি বাজে ফিল্ডিং এর জন্য। বাংলাদেশ এর প্লেয়ার দের গড় কম হওয়ার আরেকটি কারণ হইলো আমরা বেশির ভাগ সময় স্লো পিচে খেলি। বাংলাদেশের বেশির ভাগ্য ম্যাচেই ২৪০+ কম্পিটিটিভ স্কোর আর ২৮০+ উইনিং স্কোর হয়। সেখানে ওপেনার এর ৭৮ স্ট্রাইক রেট এতই খারাপ?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ