ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

র‍্যাঙ্কিংয়ে ১০: বিশ্বকাপে সরাসরি খেলতে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৬ ২১:১২:১৬
র‍্যাঙ্কিংয়ে ১০: বিশ্বকাপে সরাসরি খেলতে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট যেন এখন চলছে উল্টো স্রোতে। দেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট—ওয়ানডে ক্রিকেটেই এবার দেখা দিল বড় দুঃসংবাদ। প্রায় দুই দশক পর আইসিসির একদিনের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এমন হতাশাজনক পতন দেখল টাইগাররা। সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশ নম্বরে। আর এ পতনের জের ধরেই এবার সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়েই দেখা দিয়েছে বড় শঙ্কা।

বিশ্বখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন জানিয়েছে, ২০২৭ সালের মার্চের ৩১ তারিখ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলগুলোই পাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপের টিকিট। তবে স্বাগতিক দুই দেশ স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করায়, যদি দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থেকেই বিশ্বকাপে ওঠে, তাহলে নবম স্থান পাওয়া দলও সরাসরি খেলতে পারবে।

কিন্তু বাংলাদেশ এখন রয়েছে দশ নম্বরে। এই অবস্থান থেকে ফিরে আসা সহজ হবে না, বিশেষ করে যখন সামনে ওয়ানডে ম্যাচের সংখ্যাও কমতে শুরু করেছে।

২০২৬ সালটি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় প্রস্তুতির অংশ হিসেবে কুড়ি ওভারের ম্যাচের দিকেই মনোযোগ বাড়াচ্ছে দলগুলো। চলতি মাসেই বাংলাদেশ খেলবে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ—সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে। ফলে ওয়ানডে ম্যাচ কমে আসবে আরও।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, ২০২৭ সালের মার্চের আগে পর্যন্ত বাংলাদেশ খেলতে পারবে মোট ২৯টি ওয়ানডে। এর মধ্যে ৮টি ম্যাচ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। আর বাকি ২১ ম্যাচে প্রতিপক্ষ—পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল।

এই কঠিন চ্যালেঞ্জের মধ্যেই বাংলাদেশকে র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষ আটে ফিরে আসতে হবে, না হলে ২০২৭ বিশ্বকাপের জন্য খেলতে হবে বাছাইপর্বে।

ক্রিকেটপ্রেমীরা এখন প্রার্থনা করছেন—এই সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াক বাংলাদেশ। কারণ বিশ্বকাপের মঞ্চে টাইগারদের দেখা না গেলে, সেটি হবে দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি বড় হতাশার নাম।

মোঃ রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ