ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

রাহুলের উপর ভর করে লড়ছে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ০৬ ১০:৫৮:২২
রাহুলের উপর ভর করে লড়ছে ভারত

প্রথম দিনের সংগ্রহ মাত্র ২১ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত ও রাহুল। প্রথম সেশনের পুরো সময়টা জুড়েই দারুণ ব্যাটিং করছিলেন এই দুই ব্যাটসম্যান। তবে বিপত্তি ঘটে মধ্যাহৃ বিরতির একটু আগে। পেসার অলি রবিনসনের বলে পুল শট খেলতে গিয়ে সাজঘরে ফেরেন রোহিত।

বাউন্ডারিতে ক্যাচ আউট হওয়ার আগে ছয়টি চারে ১০৭ বলে ৩৬ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। এদিন থিতু হতে পারেননি পূজারাও। অ্যান্ডারসনের দারুণ এক ইন সুইংয়ে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ১৬ বলে ৪ রান করা পূজারা।

অ্যান্ডারসনের সেই ওভারেই সাজঘরে ফেরেন কোহলি। ডানহাতি এই পেসারের প্রথম বলেই বাটলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ভারতের এই অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে ১৩তম এবং অধিনায়ক হিসেবে নবমবার ডাক মারেন কোহলি। এদিকে কোহলিকে ফিরিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় অনিল কুম্বলেকে স্পর্শ করেছেন অ্যান্ডারসন।

তাঁদের দুজনেরই উইকেট সংখ্যা এখন ৬১৯। কোহলির বিদায়ের পর রাহানে ফেরেন নিজের ভুলে। জনি বেয়ারস্টোর দারুণ এক থ্রোতে রান আউট হয়ে ফেরেন ৫ রান করা রাহানে। এর মাঝে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল। এরপর ঋষভপান্তকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনি।

কিন্তু সেই সময় ট্রেন্ট ব্রিজে হানায় দেয় বেরসিক বৃষ্টি। যে কারণে দিনের প্রায় দুই সেশনে গেছে বৃষ্টির পেটে। তাতে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান। সফরকারীদের হয়ে রাহুল ৫৭ ও পান্ত অপরাজিত ৭ রানে। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ