ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ডি হেয়া বললেন, মেসির শরীর যেন মার্বেল দিয়ে তৈরি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২৩ ১০:৩৭:৫৫
ডি হেয়া বললেন, মেসির শরীর যেন মার্বেল দিয়ে তৈরি

লা লিগায় মেসিকে ধাক্কা দিয়ে চমকে গিয়েছিলেন স্প্যানিশ গোলরক্ষক

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অনেকেই লিওনেল মেসির অসাধারণ ফুটবল দক্ষতার কথা বলেন—তাঁর ড্রিবল, পাস কিংবা গোল করার ক্ষিপ্রতা নজর কাড়ে কোটি ভক্তের। তবে মেসির শারীরিক গড়ন দেখে অনেকেই ধারণা করেন, তিনি হয়তো শক্তির দিক থেকে দুর্বল। এই ভুল ধারণা এক সময় করেছিলেন স্পেনের তারকা গোলরক্ষক ডেভিড ডি হেয়াও। তবে মাঠে একবার মেসিকে ধাক্কা দেওয়ার পর তাঁর সেই ধারণা গুঁড়িয়ে যায়।

ধাক্কা দিয়ে নড়াতে না পারার বিস্ময়

সম্প্রতি ইতালির একটি ক্রীড়া মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি হেয়া তাঁর অতীত অভিজ্ঞতার কথা জানান। আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় বার্সেলোনার মেসির মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই স্মৃতি এখনও টাটকা।

ডি হেয়া বলেন, “আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলছিলাম, তখন আমি ছিলাম অনেক আত্মবিশ্বাসী এক তরুণ। ভেবেছিলাম, মেসিকে একটু ধাক্কা দিয়ে বোঝাই মাঠে কে রাজত্ব করছে। বল ক্লিয়ার করার আগে কাঁধ ও শরীরের সব শক্তি দিয়ে ওকে ধাক্কা দিলাম। মনে করেছিলাম ছিটকে গিয়ে দূরে পড়ে যাবে।”

কিন্তু বাস্তবে হয়েছিল সম্পূর্ণ উল্টো ঘটনা। ডি হেয়া বলেন, “আমি তাকে এক ইঞ্চিও সরাতে পারিনি। বিশ্বাস করুন, ওর শরীর মার্বেলের মতো শক্ত। ছোট মনে হলেও ওর ভেতরে যে কী পরিমাণ শক্তি লুকিয়ে আছে, সেটা মাঠে না নামলে বোঝা যায় না।”

শান্ত মেসির ভেতরে লুকানো শক্তির বিস্ময়

মেসিকে সাধারণত শান্ত স্বভাবের ও ধৈর্যশীল খেলোয়াড় হিসেবে দেখা যায়। তবে তাঁর শারীরিক গঠন ও গায়ের জোর যে কতটা বিস্ময়কর, সেটা প্রতিপক্ষদের জন্য অনেক সময় অবিশ্বাস্য হয়ে দাঁড়ায়।

ডি হেয়া বলেন, “দেখতে ছোট খাটো মনে হলেও মেসির শরীর অবিশ্বাস্যভাবে শক্তিশালী। ওর মানসিকতাও ঠিক ততটাই দৃঢ়। মাঠে সেটা স্পষ্টভাবে বোঝা যায়।”

রোনালদোর যত্ন ও কর্মনিষ্ঠারও প্রশংসা করলেন ডি হেয়া

সাক্ষাৎকারে ডি হেয়া কথা বলেন আরেক ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও। ইউনাইটেডে তাঁর সাবেক সতীর্থ সম্পর্কে তিনি বলেন, “৪০ বছর বয়সেও সে সমানভাবে গোল করে যাচ্ছে, শিরোপা জিতছে। এটা মোটেও স্বাভাবিক কিছু নয়। সে যেন একটা পশু।”

তিনি আরও বলেন, “রোনালদো নিজের শরীরের যত্ন নেয় অবিশ্বাস্যভাবে। একই রুটিনে, একই নিবেদনে দুই দশক খেলে যাওয়া অসম্ভব বলেই মনে হয়। কিন্তু সে সেটা করে দেখাচ্ছে।”

মেসি ও রোনালদো: শুধু ফুটবল প্রতিভা নয়, শারীরিক সক্ষমতায়ও অনন্য

ডেভিড ডি হেয়ার মন্তব্যে উঠে এসেছে, এই দুই মহাতারকার সাফল্য কেবল তাদের প্রতিভার ফসল নয়। বরং কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, এবং গায়ের জোর ও মানসিক দৃঢ়তাও তাদের আলাদা করেছে বাকিদের থেকে। মেসির মার্বেলের মতো শরীর আর রোনালদোর অদম্য ফিটনেস—এই দুটো দিকই বিশ্ব ফুটবলে কিংবদন্তি গড়ার প্রমাণ।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ