ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ : গতকালের ম্যাচ শেষে পাল্টে গেলো আইপিএলের পয়েন্ট টেবিল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২১ ০৯:৩২:১২
ব্রেকিং নিউজ : গতকালের ম্যাচ শেষে পাল্টে গেলো আইপিএলের পয়েন্ট টেবিল

বড় জয়ের সুবাদে একলাফে সাত থেকে পাঁচ নম্বরে উঠে আসে কেকেআর। নাইটরা আপাতত প্রথম চারে ঢুকে পড়ার দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।

হারলেও লিগ টেবিলে অবস্থান বদল হয়নি আরসিবির। একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল।

১. সিএসকে: ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে এক নম্বরে। তাদের নেট রান-রেট +১.২২৩।

২. দিল্লি ক্যাপিটালস: ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি অবস্থান করছে দ্বিতীয় স্থানে। তাদের নেট রান-রেট +০.৫৪৭।

৩. আরসিবি: ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর থেকে যায় তিন নম্বরেই। তাদের নেট রান-রেট -০.৭০৬।

৪. মুম্বই ইন্ডিয়ান্স: ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই যথারীতি রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.০৭১।

৫. কেকেআর: ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা উঠে আসে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট +০.১১০।

৬. রাজস্থান রয়্যালস: ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান নেমে যায় ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৯০।

৭. পঞ্জাব কিংস: ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্জাব পিছলে যায় সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩৬৮।

৮. সানরাইজার্স: ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬২৩।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ