ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

এটা আট বছর আগের বার্সা নয়: কোচ কোম্যান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২১ ১৭:০৮:০৯
এটা আট বছর আগের বার্সা নয়: কোচ কোম্যান

জাভি, ইনিয়েস্তারা খেলা ছেড়েছেন অনেক আগেই। অপ্রত্যাশিতভাবে চলতি মৌসুমে নাড়ির বন্ধন বার্সা ছাড়তে হয়েছে মেসিকে। এছাড়া বিভিন্ন সময়ে ভালো পারফর্মারদের হারিয়েছে স্প্যানিশ লা লিগার জায়ান্টরা। সব মিলিয়ে আগের সেই জৌলুস নেই ক্লাবটির।

গতকাল লা লিগায় গ্রানাডার সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সা। কোম্যান মনে করেন, আগের মতো খেলোয়াড় না থাকায় বর্তমান পরিস্থিতি মেনে খেলতে হবে তাদের, ‘এটা আট বছর আগের বার্সেলোনা নয়। আমাদের স্কোয়াডের দিকে তাকিয়ে দেখুন। আমরা যতটুকু পেরেছি ততটুকুই করেছি। ‘তিকি-তাকা’ খেলার মতো খেলোয়াড় নেই আমাদের। তাই নিজেদের ধরন অনুযায়ী খেলতে হবে।’

ক্যাম্প ন্যুতে ম্যাচের দ্বিতীয় মিনিটে ডমিঙ্গোস দুয়ার্তে গ্রানাডাকে এগিয়ে নেন। অনেক চেষ্টার পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সাকে সমতায় ফেরান উরুগুইয়ান তারকা সেন্টার ব্যাক রোনাল্ড আরাহো।

কোম্যান বলছেন, আরেকটু সময় পেলে ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতো তার দল, ‘আমি মনে করি আমরা ভালো ফুটবল খেলেছি। আর একটু সময় থাকলে জিততে পারতাম। আমরা প্রথমার্ধে ৪-৩-৩ ফরমেশনে খেলেছি। তারপর সাইড বেঞ্চে যারা ছিল তাদের উপর ভিত্তি করে আমাকে পরিবর্তন করতে হয়েছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ