ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

দুই পরিবর্তন নিয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে রাজস্থান রয়েলস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২১ ১৭:১৬:২৩
দুই পরিবর্তন নিয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে রাজস্থান রয়েলস

আইপিএলের ২য় অংশে প্রায় বেশিরভাগ দলই পাচ্ছে না নিজেদের নিয়মিত সব ক্রিকেটারদের। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজস্থান রয়্যালসের। তাদের গুরুত্বপূর্ণ তিন ইংলিশ ক্রিকেটার নেই এবারের আসরে। বিশ্রাম দেয়া ও পরিবার কে সময় দিতে নিজেকে সরিয়ে রেখেছে জস বাটলার। ইঞ্জুরির জন্য নেই আর্চার ও ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছে বেন স্টোকস।

রাজস্থান রয়্যালস হচ্ছে এবারের আইপিএল হতে একমাত্র দল যাদের দলের কেউই জায়গা পায় নি ভারতের টিটুয়েন্টি স্কোয়াডে।

আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের জন্য অনেক বড় এক প্রশ্ন হতে পারে মুস্তাফিজ ও সামসি কে খেলানো। এই বছর টিটুয়েন্টি ক্রিকেটে তারা নিয়েছে যথাক্রমে ৪৩ ও ৪১ টি উইকেট।

আজকের ম্যাচে অবশ্য তাদের দলের মূল বোলিং আক্রমনে নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান। এই দলের বিপক্ষে তার এক দারুন স্মৃতি রয়েছে। আইপিএলের ইতিহাসে নিজের প্রথম ম্যাচ সেরা হন পাঞ্জাব কিংস এর বিপক্ষে। সেদিন ৪ ওভারে মাত্র ৯ রানে দুই উইকেট নেন তিনি।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে রাজস্থানের অবস্থান ৬ পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে।

ওপেনিং ও বোলিং এ দুই পরিবর্তন নিয়ে আজকের ম্যাচে যেমন হতে পারে রাজস্থান রয়্যালসের একাদশ –

এভিন লুইস, যশভি জাইসওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট কিপার), রিয়ান পরাগ, সিবম ডুবে, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, চেতান শাকারিয়া, কার্তিক ত্যাগি, মুস্তাফিজুর রহমান ও তাবরাইজ সামসি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ