ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ম্যাচ জয়ের সাথে সাথেই শাস্তি পেল রাজস্থানের অধিনায়ক সানজু স্যামসন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২২ ১০:১৭:৩৪
ম্যাচ জয়ের সাথে সাথেই শাস্তি পেল রাজস্থানের অধিনায়ক সানজু স্যামসন

যাইহোক, পাঞ্জাব কিংসের কাছে ২ রানে জয় পওয়ার পর, উদযাপনের সময় রাজস্থান অধিনায়ক সসানজু স্যামসনকে দু:সংবাদ পেতে হয়েছিল। স্লো ওভার রেট আইনে তাকে জরিমানা করা হয়। যেহেতু এটিই মৌসুমে প্রথম অপরাধ হওয়ায় শাস্তির মাত্রা বড় হয়নি।

ম্যাচ শেষে আইপিএলের নিয়ম মোতাবেক ১২ রাখ রুপি জরিমানা করা হয়েছে সানজু স্যামসনকে। চলতি মৌসুমে পুনরায় স্লো ওভার রেটে ধরা পড়লে শাস্তির মাত্রা আরও হবে। তখন দলের অন্যান্য খেলোয়াড়দেরও গুনতে হবে জরিমানা।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত ২০ ওভার শেষ করার জন্য দুই বিরতিসহ মোট ৯০ মিনিট সময় বেধে দেয়া থাকে। এর বাইরে ৫-৭ মিনিট পর্যন্ত মেনে নেন ম্যাচ রেফারিরা।

কিন্তু মঙ্গলবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০ ওভার শেষ করে রাজস্থানের সময় লেগেছে প্রায় ১১০ মিনিট। এ কারণেই মূলত শাস্তির মুখোমুখি হতে হলো অধিনায়ক সানজুকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ