ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আজ রাতে মাঠে নামছে পিএসজি, জানাগেল সেরা একাদশে থাকবেন কিনা মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২২ ১৫:০৬:৫২
আজ রাতে মাঠে নামছে পিএসজি, জানাগেল সেরা একাদশে থাকবেন কিনা মেসি

গত ২০ সেপ্টেম্বর লিও’র মুখোমুখি হয় প্যারিস সেন্ট জার্মেই। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান মেসি। ম্যাচের ৭৫ মিনিটে এই তারকা ফরোয়ার্ডকে তুলে নেন স্বাগতিক দলের কোচ মাওরিসিও পচেত্তিনো।

চোট নিয়েও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন মেসি। এজন্য তাকে তুলে নেওয়ায় স্বদেশি পচেত্তিনোর ওপর অনেকটাই বিরক্ত ছিলেন। ইতোমধ্যে একবার মেসির এমআরআই স্ক্যান করা হয়েছে। পিএসজি জানিয়েছে, প্রথম স্ক্যানের ৪৮ ঘণ্টা পর আরও একটি স্ক্যান করা হবে বার্সেলোনার সাবেক অধিনায়কের।

পচেত্তিনো জানালেন, চোটের বিষয়টি বুঝতে পেরেই মেসিকে তুলে নিয়েছেন তিনি, ‘সাইড লাইনে দাঁড়িয়ে থাকলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আমরা মেসিকে তার হাঁটুতে হাত বোলাতে দেখেছি। এর মানে হচ্ছে, সে নিজেই হাঁটুর অবস্থা বোঝার চেষ্টা করছিল। লিও’র বিপক্ষে ওর পারফরম্যান্সে আমরা সবাই খুশি, যদিও সে গোল পায়নি। ৭৫ মিনিটে আমরা তাকে তুলে নিয়েছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ