ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার শন পোলক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২২ ১৯:১৪:৩৮
মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার শন পোলক

আগের ব্যাটিং করে রাজস্থান রয়্যালস সংগ্রহ করেছিল সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান। জবাবে সম্পূর্ণ ইনিংস জুড়েই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাঞ্জাব কিংসের হাতে। জয়ের জন্য শেষ দুই ওভারে তাদের দরকার ছিল ৮ রান। ১৯তম ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র ৪ রান। ফলে শেষ ওভারে গড়ায় ম্যাচ। শেষ ওভারে তিয়াগি দেন কেবল ১ রান। ফলে ২ রানের অবিশ্বাস্য জয় পায় রাজস্থান।

রাজস্থানের বোলিং উদ্বোধন করেছিলেন মুস্তাফিজ। প্রথম ওভারেই তিনি খরচ করেছিলেন ৪ রান। তবে দ্বিতীয় ও তৃতীয় ছিলেন বেশ খরুচে। বিশ্বমানের বোলার মুস্তাফিজের বোলিংয়ে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি। ডেথ ওভারে শ্বাসরুদ্ধকর মুহূর্তে বোলিংয়ে এসেও দেন কেবল ৪ রান। ফলে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন এই বাঁহাতি পেসার।

খেলা শেষে ম্যাচটি বিশ্লেষণের সময়ে পোলক মুস্তাফিজের প্রশংসা করেন। তিনি বলেন, “এই ধরনের ম্যাচে সবসময়ই আপনার একজন ফ্যাক্টর খেলোয়াড় থাকতে হবে। আমার কাছে এই ম্যাচের এক্স ফ্যাক্টর বোলার ছিলেন মুস্তাফিজ।

আপনি ১৯তম ওভারটি দেখেন। ওই ওভারে ব্যাটসম্যানরা খুব বেশি ঝুঁকি নিতে চাননি। তারা (ব্যাটসম্যান) খেলায় এগিয়ে আছে এভাবেই খেলাটি শেষ করতে চেয়েছিল। এইসকল মুহূর্তে মুস্তাফিজের মতো বোলাররা খুবই প্রয়োজনীয় ও কৌশলী। হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড এমনকি রশিদ খানও ম্যাচ পরিবর্তন করে দিতে পারে এভাবে।”

পাঞ্জাব কিংসের বিপক্ষে এই ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি মুস্তাফিজ। তবে তিনি পেতে পারতেন দুইটি উইকেট। ম্যাচের শুরুতেই মুস্তাফিজের বলে লোকেশ রাহুলের সহজ ক্যাচ ফেলে দেন চেতন সাকারিয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনের গ্লাভসে স্পর্শ করে পড়ে যায় এইডেন মারক্রামের একটি ক্যাচ। অবশ্য মারক্রামের ক্যাচটি বেশ কঠিন ছিল।

প্রথম তিন ওভারেই ২৫ রান খরচ করে ফেলার পরও ডেথ ওভারে মুস্তাফিজের ওপরেই ভরসা রেখেছিলেন রাজস্থান অধিনায়ক স্যামসন। এই ভরসার প্রতিদানও দিয়েছেন মুস্তাফিজ। তাই ম্যাচ শেষে মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেন স্যামসন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ