ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মাঠে নামলো কলকাতা, দলে সাকিবের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৩ ১৯:৫০:৩১
মাঠে নামলো কলকাতা, দলে সাকিবের অবস্থান

গত ম্যাচের মতো এই ম্যাচেও কলকাতার একাদশে নেই সাকিব আল হাসান। এই আসর স্থগিত হবার আগে ৭টি ম্যাচ খেলে কলকাতা। যেখানে সাকিব খেলেছিলেন ৩টি ম্যাচ।

ওই তিন ম্যাচে পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। ব্যাট হাতে তিন ম্যাচে করেন ৩৮ রান আর ওভার প্রতি আটের বেশি রান দিয়ে বোলিংয়ে নেন মাত্র ২ উইকেট। তাই সাকিবকে বিশ্রামে দিয়ে দলে নেয়া হয় ক্যারিবীয়ান অল-রাউন্ডার সুনীল নারিনকে।

চলতি আইপিএলে ৮টি ম্যাচ খেলে কলকাতা জয় পেয়েছে ৩টি। আজ নবম ম্যাচে মাঠে নামছে শাহারুখ খানের দল। এই ম্যাচের একাদশে কোনও পরিবর্তন আনেনি কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কাটেশ আইয়ার, শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, এউইন মরগ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও প্রসিদ কৃষ্ণ।

মুম্বাই ইন্ডিয়ানস: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), সূর্যকুমার যাদব, ইষান কিষাণ, কাইরন পোলার্ড, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পাণ্ডে, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রিত বুমরাহ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ