ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ক্রিকেটে পাল্টে গেল সবকিছু, করা হলো নতুন আইন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৩ ২০:৫৭:৩০
ক্রিকেটে পাল্টে গেল সবকিছু, করা হলো নতুন আইন

শেষ পর্যন্ত ‘ব্যাটসম্যান’ শব্দের পরিবর্তে সিদ্ধান্ত হলে ‘ব্যাটার’ শব্দটা ব্যবহার করা হবে। সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত দি হান্ড্রেড ক্রিকেটে ‘ব্যাটসম্যান’ শব্দের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ‘ব্যাটার’ শব্দটি। এবার ক্রিকেটের আইন প্রনয়ণকারী সংস্থা এমসিসিও তাদের অভিধান থেকে ব্যাটসম্যান শব্দটি মুছে ফেলেছে। সংযুক্ত করেছে ‘ব্যাটার’ শব্দটি।

আগে একবচনে ব্যাটসম্যান (batsman) এবং বহুবচনে ব্যাটসমেন (batsmen) শব্দ। তার পরিবর্তে এখন ব্যবহার হবে ব্যাটার (batter) এবং ব্যাটার্স (batters) শব্দ।

এমসিসি ক্রিকেট কমিটি নতুন সংযুক্ত শব্দটিকে অনুমোদন দেয়ার পর এখন থেকে ক্রিকেটের সব ফরম্যাটেই ব্যবহার হবে এটি। অর্থ্যাৎ এখন থেকে আর ‘ব্যাটসম্যান’ শব্দটি ব্যবহার করা হবে না। একে পাঠিয়ে দেয়া হলো জাদুঘরে।

নতুন এই শব্দটিকে ক্রিকেট আইনে অন্তর্ভূক্ত করার পর এমসিসি বলছে, ‘এটা খেলাধুলার প্রতি এমসিসির বিশ্বব্যাপি দায়বদ্ধতা থেকেই এই পরিবর্তনটা খুব প্রয়োজন ছিল।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ