ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জুনিয়র টাইগারদের কাছেই হিমশিম কাচ্ছে সিনিয়ার টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৩ ২১:১৭:২৬
জুনিয়র টাইগারদের কাছেই হিমশিম কাচ্ছে সিনিয়ার টাইগাররা

এই তিন তরুণের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান তুলেছে এইচপি দল। এর আগে বাংলাদেশ ‘এ’ দলকে ২৩১ রানে আটকে দেয় দেশের উদীয়মান ক্রিকেটাররা।

চট্টগ্রামে হাতে ১ উইকেট রেখে ২২৩ রানে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ‘এ’ দল। তাদের ইনিংস বেশিদূর এগোয়নি। আগের দিন ৫ উইকেট নেওয়া হাসান মুরাদ শেষ উইকেটটি নিয়ে প্রতিপক্ষকে ২৩১ রানে গুটিয়ে দেন। ৫৫ রানে ৬ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার।

এইচপির ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। পারভেজ হোসেন ইমন (৪) ও তানজিদ হাসান তামিম (১১) দ্রুত সাজঘরে ফেরেন। তিনে নেমে শাহাদাত হোসেন দিপু রানের খাতা খুলতে পারেননি। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে ধাক্কা সামলে নেন জয়। এ সময় তিনি হাফ সেঞ্চুরি তুলে নিলেও হৃদয় ৩ রানের আক্ষেপে পোড়েন।

এরপর দলের হাল ধরেন আকবর ও আনিসুল ইসলাম। আকবর ৫১, আনিসুল ৩৫ রান করেন। মাঝে ৭৩ রান করে সাজঘরের পথ ধরেন জয়। রেজাউর রহমান ও তানবীর ইসলাম অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

বল হাতে রকিবুল হাসান ৩টি ও খালেদ আহমেদ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন রাহী, শহীদুল ও নাঈম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ২৩১

বাংলাদেশ এইচপি ১ম ইনিংস: ২৩৭/৮ (৭৯.১)

পারভেজ ৪, তানজিদ ১১, মাহমুদুল জয় ৭৩, শাহাদাত ০, হৃদয় ৪৭, আকবর ৫১, আনিসুল ৩৫, সুমন ৩, রেজাউর ৫*)আবু জায়েদ ১/১৬, শহিদুল ১/২৭, খালেদ ২/৪৬, নাঈম ১/৭৬।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ