ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মেসিকে ছাড়াই জয় পেয়ে দারুন খুশি পিএসজি কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৪ ১১:৫০:১৪
মেসিকে ছাড়াই জয় পেয়ে দারুন খুশি পিএসজি কোচ

পচেত্তিনো বলেন, মেতজের সঙ্গে শুরু থেকে খুব ভালো খেলেছি। একটা সময় আমাদের পারফরম্যান্সে ঘাটতি এসেছিল। দল জয় পেয়েছে আর খেলোয়াড়রাও অসাধারণ খেলেছে। শেষ পর্যন্ত আমরা লড়েছি।

পিএসজি কোচ বলেন, আমি মনে করি দলের উন্নতি ও ভালো ফলের জন্য এমন জয় ভীষণ দরকার। এসব আমাদের উন্নতি ও ভালো দল গঠনের ক্ষেত্রে সহায়ক হবে।

নেইমার-এমবাপ্পেদের মতো বিশ্বসেরা ফরোয়ার্ডদের ভিড়ে জোড়া গোল করে পিএসজিকে ২-১ ব্যবধানে জেতান ডিফেন্ডার আশরাফ হাকিমি। মেসি না থাকায় এ ম্যাচে এমবাপ্পে-নেইমারের সঙ্গী হন ইকার্দি। ম্যাচের ৫ মিনিটে নিজেদের প্রথম সুযোগেই এগিয়ে যায় পিএসজি। নেইমার-ইকার্দির প্রচেষ্টাকে চূড়ান্ত রূপ দেন আশরাফ হাকিমি।

ম্যাচের বয়স যখন ২৪ মিনিট, তখন অল্পের জন্য বেঁচে যায় পিএসজি। তবে ৩৯ মিনিটে মেতজ ভুল করেনি। মালির ফুটবলার বুবাকা কর্ণার থেকে আসা বলে হেড করে সমতায় ফেরান। ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলে মেতজকে তটস্থ রাখে দ্য প্যারিসিয়ানরা। কিন্তু সেই গোল নামের সোনার হরিণই ধরতে পারছিল না। ম্যাচের ড্র যখন এক প্রকার নিশ্চিত। ঠিক তখনই যোগ করা সময়ে এক খেলোয়াড় লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মেতজ। এই ঘটনার প্রতিবাদ করায় তাদের কোচকেও লাল কার্ড দেখতে হয়।

অতিরিক্ত সময়ে নিজেদের জয় সূচক গোল করে পিএসজি সমর্থকদের জয়ের উল্লাসে ভাসান হাকিমি। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়টি ছিলো লীগের টানা সপ্তম জয়। সাত ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এমবাপ্পে-নেইমাররা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ