ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সৌরভ গাঙ্গুলির কারনেই কলকাতার ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৪ ১৩:৪৯:২০
সৌরভ গাঙ্গুলির কারনেই কলকাতার ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

এরপর ইন্ডিয়ান প্রিমিয়ারে লিগে স্বপ্নের দল কলকাতা মাত্র ২০ লাখ রুপিতে কিনে নিল তাকে। সংযুক্ত আরব আমিরাত পর্বে নিজেদের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেললেন ২৭ বলে ৪১ রানের অপরাজিত এক ইনিংস।এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করলেন ৩০ বলে ৫৩ রান।

বেঙ্গালুরুর বিপক্ষে কাইল জেমিসন, মোহাম্মদ সিরাজদের বলে যতটা না সাবলীল ছিলেন ট্রেন বোল্ট, জাসপ্রিত বুমরাহদের বলে যেন তার থেকেও বেশি। ম্যাচ শেষে তাই আইয়ের প্রশংসায় ভারতের সাবেক থেকে বর্তমান ক্রিকেটাররা। আর ভেঙ্কটেশ জানালেন সৌরভ তার জীবনে কতটা পরিবর্তন এনে দিয়েছেন।

আইপিএলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, 'আমি দাদার খুবই বড় একজন ভক্ত। তিনি বিশ্ব জুড়ে অনেক ভক্ত পেয়েছেন এবং আমি তাদেরই একজন। দাদা পরোক্ষভাবে আমার ব্যাটিংয়ে অনেক সাহায্য করেছেন। আমি যখন ছোট ছিলাম তখন ডানহাতে ব্যাট করতাম।'

তিনি আরো বলেন, 'কিন্তু তখন থেকেই আমি পুরোপুরি দাদাকে অনুসরণ করতাম। তিনি যেভাবে ব্যাট করেন, তিনি যেভাবে ছক্কা হাঁকান, তিনি যেভাবে বল করেন সেভাবেই করার চেষ্টা করতাম। তিনি নিজের অজান্তেই আমার জীবনে অনেক বড় ভূমিকা রেখেছেন।'

এ ছাড়া সৌরভকে দেখেই যে আইপিএলে কলকাতার হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন জানালেন সে কথাও। 'সত্যি বলতে আমি কলকাতা অংশ হতে চেয়েছি এবং সেটা সৌরভ গাঙ্গুলির কারণে। তিনি ঐ সময় ক্যাপ্টেন ছিলেন, তো যখন কলকাতা আমাকে কিনে নিল সত্যই সেই মুহুর্তটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ