ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ব্রেকিং নিউজ: পিএসজিকে হুমকি দিল তাও আবার নিজ দলের গোলকিপার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৫ ১৮:৩০:২১
ব্রেকিং নিউজ: পিএসজিকে হুমকি দিল তাও আবার নিজ দলের গোলকিপার

পিএসজির দুই গোলরক্ষক কেইলর নাভাস এবং জিয়ানলুইজি ডোনারুমা, দুজনেই আছে দুর্দান্ত ছন্দে। গত ইউরোতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক ডোনারুমা। ইতালিকে চ্যাম্পিয়ন বানিয়ে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন তিনি।

সবাই ভেবেছিল ডোনারুমা পিএসজিতে আসলে ব্যাকআপ গোলরক্ষক হয়ে যাবেন নাভাস। কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো। নাভাসই বেশি ম্যাচ খেলছেন। ডোনারুমা খেলছেন নাম মাত্র ম্যাচ।

পিএসজিতে যোগ দেওয়ার আগে ডোনারুমা জানতেন, নাভাসের সঙ্গে তার প্রতিযোগিতা হবে। তবে ইউরোতে সেরা খেলোয়াড় হওয়ার পরও দলে ব্যাকআপ হিসেবে থাকার বিষয়টা ডোনারুমা প্রত্যাশা করেননি।

ডোনারুমা যোগ দেওয়ার পর পিএসজি এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র দুটিতে খেলেছেন তিনি। ইতালিয়ান গণমাধ্যম কোরেয়া ডেল সেরা জানিয়েছে, ব্যাকআপ গোলরক্ষক হিসেবে খুশি নন ডোনারুমা। তার এজেন্টও বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন।

যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী মৌসুমে ডোনারুমা পিএসজি ছেড়ে দিবেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি। সেক্ষেত্রে তার গন্তব্য হতে পারে নিজ দেশের ক্লাব জুভেন্টাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ