ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আজ বোলিং করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিল মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৫ ১৮:৫১:১৫
আজ বোলিং করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিল মুস্তাফিজ

প্রথমে ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র ৬ রান। ১০ ওভার পর নিজের দ্বিতীয় ওভারে ছিলেন আরও হিসেবী- একটি উইকেট শিকার করেন ৫ রানের খরচায়। রিশভ পান্টকে বোল্ড করেন দুর্দান্ত ডেলিভারিতে।

দিল্লীর রান নেওয়ার তাড়া বেড়ে গেলে ১৭তম ওভারে আবারও আক্রমণে আনা হয় মুস্তাফিজকে।

দুর্দান্ত ইয়র্কারের ভেলকিতে এই ওভারে শিকার করেন শিমরন হেটমেয়ারকে। এই ওভারেও রানের লাগাম ধরে রাখেন, খরচ করেন ৫ রান।

ইনিংসের শেষ ওভারে আবারও বল হাতে তুলে নেন মুস্তাফিজ। ৯ রান খরচ করলেও প্রথম তিন ওভারের মত এই ওভারেও কোনো বাউন্ডারি হজম করতে হয়নি বাংলাদেশি পেসারকে।

এই ইনিংসে রাজস্থানের হয়ে বোলিং করেছেন মোট ছয় জন বোলার। শুধু তিনিই একমাত্র বোলার, যার বিরুদ্ধে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি দিল্লীর ব্যাটসম্যানরা।

দিল্লীর পক্ষে সর্বোচ্চ রান আসে মুস্তাফিজের শিকার হওয়া পান্ট (৪৩) ও হেটমেয়ারের (২৮) ব্যাট থেকে।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান। জিততে হলে তাই মুস্তাফিজদের করতে হবে অন্তত ১৫৫ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ