ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আইপিএলের সবচেয়ের হাস্যকর মুহূর্তের জন্ম দিল অশ্বিন ও মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৬ ১১:৩৭:২৫
আইপিএলের সবচেয়ের হাস্যকর মুহূর্তের জন্ম দিল অশ্বিন ও মুস্তাফিজ

এদিন প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। তাদের ইনিংসের শেষ বলের ঠিক আগের বলেই ঘটে এই ঘটনাটি। রবিচন্দ্রন অশ্বিন স্বভাববিরুদ্ধ ভঙ্গিমায় একটি রিভার্স প্যাডেল সুইপ খেলার চেষ্টা করেন প্রতিপক্ষ বোলার মুস্তাফিজের বোলিংয়ে।

ফিজের অফ কাটার বলটির ধারে কাছে পৌঁছাতে পারেনি তার ব্যাট। বলটি ড্রপ খেয়ে উইকেটের পিছনে থাকা উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের হাতে চলে যায়।

দিল্লি যাতে 'বাই'য়ে একটি রান‌চুরি করে না নিতে পারে তার জন্য সচেষ্ট ছিলেন স্যামসন। তিনি নন-স্ট্রাইকার প্রান্তে বোলার মুস্তাফিজুরকে বলটি থ্রো করে দেন। বলটি ধরতে গিয়ে ফিজ স্লিপ করে পড়ে যান।

ফলে দিল্লির ব্যাটসম্যানরা একটি রান চুরি করে নিতে সক্ষম হয়। অশ্বিন এবং ফিজের এই দুটি মুহূর্ত হাসির খোরাক হয়ে যায় । সোশ্যাল মিডিয়াতে ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ