ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আর কিছুক্ষন পর নেপালে ১ম ম্যাচে মাঠে নামছে দেশ সেরা ওপেনার তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৬ ১১:৫৬:৩১
আর কিছুক্ষন পর নেপালে ১ম ম্যাচে মাঠে নামছে দেশ সেরা ওপেনার তামিম

ইপিএলে তামিম ইকবালকে দলে নিয়েছে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। নেপালে পৌঁছে তামিম ইকবাল উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুর্নামেন্টে ডাক পাওয়ার কারনে। সেই সাথে নিজের সেরাটা দিয়ে দলের জন্য ভালো কিছু করতে চান তামিম এমনটাও জানিয়েছেন।

আজ নিজেদের প্রথম ম্যাচে তামিমদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পোখরা রাইনোস। তামিম ইকবালের সাথে একই দলে রয়েছে লঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গা। সেই সাথে দলটির অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন নেপালের শারদ ভেসোকার।

অন্যদিকে তামিমদের প্রতিপক্ষ দল পোখরা রাইনোসের হয়ে বিদেশি তারকাদের মধ্যে রয়েছে রিচার্ড লেভি কিংবা কেসরিক উইলিয়ামসের মত তারকারা।

এক নজরে দেখে নেয়া যাক দুই দলের স্কোয়াড

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস: শারদ ভেসোকার, আরিফ শেখ, রোহিত কুমার, অবিনাশ বোহরা, কুশল মাল্লা, প্রদীপ আইরি, ভুবন কারকি, কৃষ্ণা কারকি, হরি শঙ্কর, দীপেশ শ্রেষ্ঠ, হিমানষু দত্ত, বিকাশ আগ্রি, দুর্গেশ গুপ্ত, তুল বাহাদুর ঠাপা, মৌসাম ধাকাল, তামিম ইকবাল, উপল থারাঙ্গা, ধামিকা প্রাসাদ ও শারভিন মুনিয়ান্দি।

পোখারা রাইনোস: বিনোদ ভান্ডারি, সুনীল ধামালা, রিত গৌতম, বিপিন রাওয়াল, রবীন্দ্র সাহি, বিবেক কুমার, সুশান্ত ভারি, কিশোর মাহাতো, বিক্রম সব, নন্দন যাদব, দেব শাহ, অর্জুন কুমাল, বিপিন খাত্রি, সাহান আরাচ্চিগে, রিচার্ড লেভি, আসেলা গুনারাতনে এবং কেসরিক উইলিয়ামস।

তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স পোখরা রাইনোসের বিপক্ষে মাঠে নামবে আজ বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে। প্রথম পর্বে তামিম ইকবালের দল খেলবে সর্বমোট ৫টি ম্যাচ।

যেখানে তাদের দ্বিতীয় ম্যাচ আগামীকাল (২৭ সেপ্টেম্বর) চিতন টাইগার্সের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়রসের বিপক্ষে, চতুর্থ ম্যাচে কাঠমান্ডু কিংস ইলেভেনের বিপক্ষে ২ অক্টোবর এবং শেষ ম্যাচে ললিতপুর প্যাট্রিয়সের বিপক্ষে ৩ অক্টোবর মাঠে নামবে তামিমের দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ