ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জমে উঠেছে আইপিএল লড়াই, শেষ চারের দৌড়ে এগিয়ে যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৬ ১২:০৭:০৯
জমে উঠেছে আইপিএল লড়াই, শেষ চারের দৌড়ে এগিয়ে যারা

এবারের আসরের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালস। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে তাদের অর্জন ১৬ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা দিল্লিকে কোয়ালিফায়ার পর্ব শতভাগ নিশ্চিত করতে জিততে হবে অন্তত আরও ১টি ম্যাচ। না জিতলেও তাদের কোয়ালিফাই রাউন্ড খেলার সম্ভাবনা রয়েছে প্রবল। কেননা ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের ইতিহাসে বাদ পড়েনি কোনো দল।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। ৭টি জয়ে তাদের নামের পাশে রয়েছে ১৪ পয়েন্ট। বাকি ৫ ম্যাচের মধ্যে যদি অন্তত ২টি ম্যাচ জিতে যায় তাহলে কোয়ালিফায়ার পর্বে খেলতে চেন্নাইর বাধা থাকবে না বিন্দুমাত্র। কেননা তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ১৮।

টেবিলের তিন নম্বরে থাকা রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করলেও টানা তিন ম্যাচ হারে বিপর্যস্ত তারা। ৯ ম্যাচে পাঁচটিতে জয় পাওয়া বেঙ্গালোরের নামের পাশে রয়েছে ১০ পয়েন্ট। কোয়ালিফায়ার পর্ব খেলতে হলে বাকি পাঁচ ম্যাচের মধ্যে অন্তত ৩ থেকে ৪টি ম্যাচ জিততে হবে তাদেরকে।

পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স টানা দুই ম্যাচ জিতে উঠে এসেছে এই অবস্থানে। ৯ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পাওয়া কলকাতাকে কোয়ালিফায়ার পর্ব খেলতে হলে পরবর্তী ৫ ম্যাচের মধ্যে কমপক্ষে ৪টি ম্যাচ জিততেই হবে। অবশ্য বেঙ্গালোর যদি টানা ম্যাচ হারে সেরা চার থেকে ছিটকে যায় তাহলে সমীকরণটা সহজ হতে পারে নাইটদের জন্য।

লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস নিজেদের ১০ ম্যাচের মধ্যে জিতেছে ৪ ম্যাচে। সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় পাওয়ায় টিকে রয়েছে কোয়ালিফাই রাউন্ডে খেলার স্বপ্ন। এক্ষেত্রে অবশ্য বাকি ম্যাচগুলো জিতলেও কলকাতা, মুম্বাই কিংবা রাজস্থানের ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে পাঞ্জাবকে।

টেবিলের ৬ নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার খেলার স্বপ্ন এখনও বেঁচে আছে। ইতোমধ্যে ৯ ম্যাচ খেলে ফেলা মুম্বাইর নামের পাশে রয়েছে ৮ পয়েন্ট। তাই সমীকরণ মিলাতে কলকাতা, রাজস্থান, বেঙ্গালোরের হারের সাথে সাথে মুম্বাইকে জিততে হবে অন্তত ৪ থেকে ৫টি ম্যাচ।

মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস কলকাতা, মুম্বাই ও পাঞ্জাবের সমান জয় পেয়েছে। তবে তারা পিছিয়ে রয়েছে রানরেটের দিক থেকে। ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকা রাজস্থানের হাতে ম্যাচ রয়েছে ৫টি। এই ৫ ম্যাচ থেকে অন্তত ৪টি ম্যাচ জিততে পারলে হয়তো রাজস্থান উঠে যেতে পারে কোলিফায়ার রাউন্ডে। তবে কম সংখ্যক ম্যাচ জিতলে পড়তে হবে জটিল সমীকরণে।

এছাড়া পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ ৯ ম্যাচের মধ্যে আত্র একটিতে জয় নিয়ে বাদ পড়ার আনুষ্ঠানিকতা বাকি রেখেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ