ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

১৭ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে নতুন ক্রিকেট টুর্নামেন্ট জানিয়ে দিল বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৬ ১৫:১৯:৩৫
১৭ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে নতুন ক্রিকেট টুর্নামেন্ট জানিয়ে দিল বিসিবি

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মৌসুম শুরু হলেও এরপর যথাক্রমে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

জাতীয় লিগ শুরুর প্রসঙ্গে বাশার বলেন, 'এবার আমরা একটু সময় নিয়েই এনসিএল শুরু করতে যাচ্ছি। দলগুলোকে যথেষ্ট সময় দেয়া হচ্ছে। সাধারণত যখন এনসিএল শুরু করি, দলগুলো খুব একটা সময় পায় না। এবার প্রায় এক মাসের সময় পাচ্ছে।'

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ২২ মার্চ শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ। যদিও করোনা ভাইরাসের আক্রমণের ফলে দুই রাউন্ড পরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় লিগের খেলা।

এরপর আর মাঠে গড়ায়নি লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্ট। বাশার জানিয়েছেন আগে প্রতিটি দল সদস্যের হলেও এবার দল হবে ১৬ জনের করে। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছেন।

জাতীয় দলের এই নির্বাচক বলেন, 'আপনারা জানেন যে, ২০-২২ জনের একটা টিম করে দেয়া হয়েছে। এখন ফিটনেস ট্রেইনিং চলছে। এক তারিখ থেকে ফিটনেস টেস্ট হবে। এর আগে ওরা ট্রেইনিংয়ের সুযোগ পায়নি। এবার সুযোগটা করে দেয়া হয়েছে। ফিটনেস টেস্টের পর আমরা ১৬ জনের দল করে হবে। সবসময় আমরা ১৪ জনের দল দেই। এবার করোনার জন্য দুইজনের বেশি দিচ্ছি।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ