ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

হতবাক ফুটবল বিশ্ব : রোনালদোকে অবিশ্বাস্য চ্যালেঞ্জ করলো আর্জেন্টাইন গোলকিপার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৬ ১৫:৫১:৩২
হতবাক ফুটবল বিশ্ব : রোনালদোকে অবিশ্বাস্য চ্যালেঞ্জ করলো আর্জেন্টাইন গোলকিপার

রোনালদোর আগমনে সবাই ভেবেছে পুর্তুগাল মহাতারকাই সব পেনাল্টি নিবে ইউনাইটেডের হয়ে। কিন্তু, সবাইকে অবাক করে ইউনাইটেডের পেনাল্টি নেন ব্রুনো ফার্নান্দেজ। স্পটকিকে পর্তুগিজ মিডফিল্ডারের ব্যর্থতায় হার দিয়ে চড়া মূল্য দিতে হয়ে ওলে গানারের দলকে!

যদিও ইউনাইটেডের এই পেনাল্টি নিয়ে মাঠের মধ্যে শুরু হয় উত্তেজনা। যোগ করা সময়ে ফার্নান্দেজের ক্রসে এডিনসন কাভানির হেডে বল হাউসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।১-০ গোলে পিছিয়ে পড়ার পর যখন পেনাল্টি নিতে আসেন রোনালদো-ফার্নান্দেজ ঠিক তখনই দুই দলের ফুটবলারদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক সময় আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেনাল্টি নেওয়ার চ্যালেঞ্জ করতেও দেখা যায়।

মার্টিনেজ যখন ক্যামেরা বন্দি হন, তখন আর্জেন্টাইন গোলরক্ষক রোনালদোকে উদ্দেশ্য করে “তুমি এটা নাও, রোনালদো তুমি এটা নাও!” বলে চিৎকার করতে দেখা যায়। পরে এডিনসন কাভানির হস্তক্ষেপে শান্ত হন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনালদো মার্টিনেজের চ্যালেঞ্জ গ্রহণ না করলেও ব্রুনো ফার্নান্দেজ স্পটকিকে বল উড়িয়ে মারার পর আর্জেন্টাইন গোলরক্ষককে ইউনাইটেড সমর্থকদের বিদ্রুপাত্মক উদযাপন করতেও দেখা যায়!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ