ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আজ ২য় ম্যাচে চিতন টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে তামিমের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স, সম্ভাব্য সেরা একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৭ ১০:৩৪:২০
আজ ২য় ম্যাচে চিতন টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে তামিমের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স, সম্ভাব্য সেরা একাদশ

আসরে দুই দলই একটি করে ম্যাচে মাঠে নেমেছে। চিতন টাইগার্স বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে জয় পেলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচে পোখারা রাইনোসের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে ভাইরাহাওয়া।

প্রথম ম্যাচে তামিমের দল বল হাতে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করলেও বৃষ্টির কারণে দল ব্যাটিং করতে পারেনি। চোট কাটিয়ে দীর্ঘ সময় মাঠে ফেরার পর তামিমকে ব্যাটিংয়ে দেখতে মুখিয়ে থাকা দর্শকদের কাছে তাই বাড়তি উন্মাদনা ছড়াচ্ছে চিতন টাইগার্সের বিপক্ষে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের ম্যাচটি।

সোমপাল কামির নেতৃত্বাধীন চিতন টাইগার্সে আছেন মোহাম্মদ শাহজাদ, করিম জানাতের মত ক্রিকেটার। শারদ ভেসোকারের নেতৃত্বাধীন ভাইরাহাওয়ায় তামিম ছাড়াও আছেন লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স : শারদ ভেসোকার (অধিনায়ক), তামিম ইকবাল, রোহিত পাউদেল, আরিফ শেখ, কুশল মাল্লা, অবিনাশ বোহারা, প্রদীপ অইরি, উপুল থারাঙ্গা (উইকেটরক্ষক), ধামিকা প্রসাদ, তুল বাহাদুর থাপা ও দুর্গেশ গুপ্ত।

চিতন টাইগার্স : ঈশান পাণ্ডে, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ভীম শারকি, দিলিপ নাথ, রাজেশ পুলমি, করিম জানাত, সোমপাল কামি (অধিনায়ক), সেক্কুগে প্রসন্ন, কমল অইরি, শাহাব আলম, সাগর ধাকাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ