ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ব্যাটিং ঝড় তুলে হাফসেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৮ ১৭:২৯:৫৯
ব্যাটিং ঝড় তুলে হাফসেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম

পেসার সুমন খানের বলে চার মেরে ৭৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। যদিও দুবার জীবন পেয়েছেন তিনি। যেখানে ব্যক্তিগত ৪২ রানের সময় মুশফিকের ক্যাচ ছাড়েন শামিম পাটোয়ারি। তামিম-দিপুর হাফ সেঞ্চুরিতে এইচপির লড়াকু সংগ্রহ। এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় এইচপি দল। মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ১৩১ রানের লম্বা জুটি গড়েন তামিম ও মাহমুদুল হাসান জয়। এই জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ৩৮ রান করা জয়কে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। আরেকদিকে তামিম অবশ্য সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। যদিও ব্যক্তিগত ৮১ রানে মোসাদ্দেক হোসেন সৈকতকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি।

এরপর তৌহিদ হৃদয়কে রানআউট করে বিদায় করেন মুশফিকুর রহিম। ১৬০ রানের মধ্যে চার উইকেট হারায় দলটি। এবার দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন আকবর আলী ও দিপু। পঞ্চম উইকেটে ৫১ রানের জুটি গড়েন এই দুজন।

২৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক আকবর। শেষদিকে ৮ রান করেন দলটির ফিনিশার শামিম হোসেন৷ অপরপ্রান্তে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া দিপুকে ফেরান অভিজ্ঞ রুবেল হোসেন। ফেরার আগে ৫১ রান করেন দিপু। ৪৮.৪ ওভারে ২৪৭ রানে অলআউট হয় এইচপি।

সংক্ষিপ্ত স্কোর:

এইচপি দল – ২৪৭/১০ (৪৮.৪ ওভার) (তামিম ৮১, দীপু ৫১, জয় ৩৮)

বাংলাদেশ ‘এ’ দল – ২১৪/৪ (ওভার ৪৩) (মুশফিক ৫৪*, মিঠুন ৭*)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ