ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মরগ্যানের কারনে আজ কলকাতার একাদশ থেকে বাদ পড়েছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৮ ২২:১৭:১৯
মরগ্যানের কারনে আজ কলকাতার একাদশ থেকে বাদ পড়েছেন সাকিব

আরব আমিরাতের উইকেট স্পিন সহায়ক হওয়ার পরও দ্বিতীয় পর্বে টানা চার ম্যাচে একাদশে নেই সাকিব আল হাসান। কম্বিনেশনের কারণেই আগে সুযোগ মিললেও রাসেলের ইনজুরিতে তাকে একাদশে নেওয়ার পরিকল্পনাও করেছিল কেকেআর। তবে দলটির অধিনায়ক ইয়ন মরগান না কি চেয়েছিলেন একজন পেসারকে একাদশে নিতে।

আর তাই সুযোগ মেলে সাউদির। এমনটাই জানিয়েছেন কলকাতা সহকারী কোচ অভিষেক নায়ার। দিল্লির বিপক্ষে ম্যাচ চলাকালে শারজায় স্পিন বান্ধব পিচেও কেন সাকিব নেই, এ নিয়ে ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে এসব কথা জানান নায়ার।

অভিষেক বলেন, ‘আমরা এটা নিয়ে কথা বলেছি। শারজা ছোট একটি মাঠ। অধিনায়কের মনে হয়েছে, তিন স্পিনার নিয়ে খেলা কঠিন হতে পারে। রাসেল না থাকায় আমাদের বাড়তি একজন পেসার নিতে হয়েছে। এজন্য সাউদিকে নেওয়া হয়েছে।’

তবে সাকিব না খেললেও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন নেইবলে জানান এই সহকারী কোচ। তার ভাষ্যে, ‘সে পরীক্ষিত একজন খেলোয়াড়। এমন কন্ডিশনে সবসময় ভালো করেছে। তবে পাওয়ারপ্লের কথা মাথায় রেখে আমরা বাড়তি পেসার খেলাতে চেয়েছি।’

উল্লেখ্য, দিল্লির বিপক্ষে ম্যাচটিতে ৩ উইকেটে জিতেছে কলকাতা নাইট রাইডার্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ