ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আগামীকাল এভারেস্ট প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে তামিম, দেখেনিন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৮ ২৩:০১:৩২
আগামীকাল এভারেস্ট প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে তামিম, দেখেনিন সময়

ইতিমধ্যেই এই টুর্নামেন্টে তামিমদের দুটি ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাই এখনো নেপালে ব্যাট হাতে নামা হয়নি তামিম ইকবালের। তবে আগামীকাল ব্যাট হাতে দেখা যাবে তামিম ইকবালকে।

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস: শারদ ভেসাওকর, আরিফ শেখ, রোহিত কুমার, অবিনাশ বোহরা, কুশল মাল্লা, প্রদীপ আইরি, ভুবন কারকি, কৃষ্ণা কারকি, হরি শঙ্কর, দীপেশ শ্রেষ্ঠ, হিমানষু দত্ত, বিকাশ আগ্রি, দুর্গেশ গুপ্ত, তুল বাহাদুর ঠাপা, মৌসাম ধাকাল, তামিম ইকবাল, উপল থারাঙ্গা, ধামিকা প্রাসাদ ও শারভিন মুনিয়ান্দি।

বিরাটনগর ওয়ারিয়রস: করন কেসি, আসিফ শেখ, অনিল কুমার শাহ, সন্দ্বীপ রাজাইলি, সৌরভ খানাল, সুমিত মাহারজান, হরি বাহাদুর চৌহান, সনু দেবকোটা, প্রতীশ জিসি, রাম নরেশ গিরি, বিক্রম কুমার ভুসাল, অনিল খানেল, অর্জুন চুনারা, সান্তোষ যাদব, রায়ান পাঠান, চন্দরপল হেমরাজ, সিকান্দার রাজা এবং দিলশান মুনাভীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ