ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আইপিএল গড়তে চলেছে নতুন ইতিহাস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৯ ১১:৩৬:০৩
আইপিএল গড়তে চলেছে নতুন ইতিহাস

পুরনো সূচিতে ৮ অক্টোবর আবু ধাবিতে দিনের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদের। দিনের দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

সূচিতে পরিবর্তন আনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর বাংলাদেশ সময় রাত আটটায়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভাতে এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিসিসিআই কোন কারণ উল্লেখ না করলেও বিভিন্ন গণমাধ্যমের দাবি, স্টার স্পোর্টসের চাওয়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কতৃপক্ষ। আগামী আসর থেকে ১০ দলের আইপিএল হওয়ায় একই সঙ্গে বেশ কিছু ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে।

সেটির প্রস্তুতি স্বরূপই একই সময়ে দুটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এদিকে আগামী ২৫ অক্টোবর আইপিএলের নতুন দুই দলের নাম প্রকাশ করবে বিসিসিআই। ৮ দলের আইপিএলের এবারই শেষ আসর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ