ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

পাকিস্তানে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ছেন হাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৯ ২১:৫৮:৪৪
পাকিস্তানে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ছেন হাফিজ

হাফিজের এখন জাতীয় টি -টোয়েন্টি কাপে খেলার কথা ছিল। কিন্তু বুধবার, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

হাফিজের শরীরের অবস্থা নিয়ে স্থানীয় এক চিকিৎসক পাকিস্তানি গণমাধ্যমে জানিয়েছেন, “এখনও বলা যাচ্ছে না সবকিছু। ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে কতটা তীব্রভাবে আক্রমণ করেছে তার ওপর নির্ভর করে রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে।”

চিকিৎসক আরও জানিয়েছেন, “ডেঙ্গু ভাইরাসের কারণে রোগী বেশ দুর্বল হয়ে পড়ে। প্লাটিলেট ফিরে পেতে এক মাসেরও বেশি সময় লেগে যেতে পারে।”

এদিকে অক্টোবরে বিশ্বকাপের আগে হাফিজ কতটা ফিট হয়ে উঠবেন সেটা নিয়েও ভাবতে হবে পাকিস্তান ক্রিকেটকে। কেন না আগামী ১৪ অক্টোবর দেশ ছাড়বে আরব আমিরাতের উদ্দেশে।

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হবার আগে রাওয়ালপিন্ডিতে টিম হোটেলে ফুড পয়জনিংয়ের সমস্যায়ও ভোগেন। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইংগিত দিয়েছে দলে পরিবর্তন আনার ব্যাপারে।

পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ১৪ ফিফিটিতে ২ হাজার ৪২৯ রান ও ৬০টি উইকেট রয়েছে তার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ