ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মুমিনুলের সেঞ্চুরি ও মুশফিকের ফিফটি বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ ‘এ’ দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ৩০ ১৩:৫৩:০০
মুমিনুলের সেঞ্চুরি ও মুশফিকের ফিফটি বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ ‘এ’ দল

২৭ রানে জীবন পাওয়া মুমিনুল মুশফিকের সঙ্গ কাজে লাগিয়ে শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। মুশফিকও এদিন শুরু থেকেই ব্যাট হাতে ছিলেন সাবলীল।

আমিনুল ইসলাম বিপ্লবের বলে ক্যাচ তুলে দিয়ে ১২১ বলে ১২৮ রান করে বিদায় নেন মুমিনুল। ইমরুল কায়েস শিকার হন ‘ডাক’ এর, সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর মুশফিকের সাথে দলীয় সংগ্রহ বড় করার দায়িত্ব নেন মোহাম্মদ মিঠুন।

স্লগ ওভারে দুজনই ছিলেন বিধ্বংসী, তবে কেউই দলীয় ইনিংস শেষ করে মাঠ ছাড়তে পারেননি। মুশফিক সাজঘরে ফেরেন ৪৬তম ওভারে। তার আগে ৫৩ বলের মোকাবেলায় করেন ৬১ রান। একই ওভারে মিঠুনকেও সাজঘরে ফেরান রাজা। ১৬ বলে ২৫ রান করে আউট হন মিঠুন। মোসাদ্দেক রান বাড়ানোর চেষ্টা করলেও ১০ বলে ১৩ রান করে সাজঘরের পথ ধরেন। ৫ বলে ৫ রান করেন নাঈম হাসান।

শেষদিকে রানের গতি কিছুটা শ্লথ হয়ে গেলেও তিনশ ছাড়ায় ‘এ’ দলের স্কোর। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মুমিনুল-মুশফিকদের পুঁজি দাঁড়ায় ৩২২ রান।

এইচপির পক্ষে ৪২ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন পেসার রেজাউর রহমান রাজা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ দল : ৩২২/৭ (৫০ রান)

মুমিনুল ১২৮, শান্ত ৬৭, মুশফিক ৬১, মিঠুন ২৫রাজা ৪২/৪

জয়ের জন্য এইচপি দলের প্রয়োজন ৩২৩ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ