ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রোনালদোর পরিবারে ভাঙন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ৩০ ১৫:১৯:৩০
রোনালদোর পরিবারে ভাঙন

জর্জিনার সঙ্গে বেশ সুখেই রয়েছেন পর্তুগিজ সুপারস্টার। তাদের পরিবারে রয়েছে চার সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, এভা, মাতেও এবং অ্যালানা। এর মধ্যে সবশেষ কন্যাসন্তানটি তাদের দুজনের।

গত কয়েকবছর ধরেই রোনালদোর কাছ থেকে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন জর্জিনা। কিন্তু মূলত রোনালদোর পরিবারের কারণেই স্বামী-স্ত্রী হিসেবে জুটি বাঁধতে পারছেন না তারা।

রোনালদোর ঘনিষ্ঠ সম্পর্কের বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে, রোনালদো মা দোলোরেস মনে করেন এ দুজনের বিয়ে করা উচিত নয়। কেননা দোলোরেস এভেইরোর মতে, জর্জিনা মূলত রোনালদোর বিশাল অর্থকড়ির লোভে পড়েছেন।

শুধু রোনালদোর মা একা নন, তার অন্যান্য সন্তান অর্থাৎ রোনালদোর ভাই-বোনরাও একই কথা মনে করেন। যার মানে দাঁড়ায়, এ বিয়ের ক্ষেত্রে ছেলে পক্ষের মত নেই। এখন সময়ই বলে দেবে, কোন দিকে আগায় রোনালদো-জর্জিনার সম্পর্ক।

প্রাক্তন বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সাল থেকে একসঙ্গে রয়েছেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক যখন পরিণতির দিকে এগুচ্ছিলো, তখনই বেঁকে বসলো রোনালদোর পরিবার। ফলে এখন কঠিন পরিস্থিতিতেই পড়তে হলো রোনালদোকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ