ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মাশরাফির কাছে নতুন এক পদ্ধতি নিজের ঝুলিতে ভরলেন তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ৩০ ১৭:১৮:৫৮
মাশরাফির কাছে নতুন এক পদ্ধতি নিজের ঝুলিতে ভরলেন তাসকিন

এরপর আর ক্রিকেট ময়দানে দেখা যায়নি মাশরাফিকে। বাংলাদেশের জার্সিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৬ মার্চ। তবে আজ হঠাৎ করেই মিরপুরে দেখা মিলল মাশরাফি বিন মোর্তজার। মূলত তাসকিন আহমেদের অনুরোধে আজ মিরপুরে এসেছেন মাশরাফি। এই সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন আহমেদের সাথে অনেক সময় থাকতে দেখা গিয়েছে মাশরাফি বিন মুর্তজাকে।

‘মেন্টর’ মাশরাফির কাছ থেকে কিছু সময়ে কী শিখলেন তাসকিন? গণমাধ্যমকে তিনি বললেন, “ভাইয়াকে (মাশরাফি) বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। কারণ আমার আসলে পেস, সুইংয়ের উন্নতি হচ্ছে, কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ারের উন্নতি করতে চাই”

“ভাইয়াকে বললাম, তিনি এসে কিছু গ্রিপ দেখালেন এবং বললেন, ‘যে একেক জনের অ্যাকশন একেক রকম হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পার।” আমার কাছে ভালো লাগল, কিছু কাটারের গ্রিপ দেখিয়েছেন। আশা করি এইগুলো প্রয়োগ করলে ফল হবে।”

ধীরে ধীরে মাশরাফি সবকিছু আয়ত্ত করতে বলেছেন তাসকিনকে, ‘মূলত দুই তিনটা গ্রিপ দেখিয়েছেন। আর বলেছেন একসঙ্গে এত কিছু নিয়ে তো কাজ করা যাবে না। যেহেতু সামনেই অনেক খেলা। আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। তো ওটাই দেখালেন। বললেন, যদি ভালো লাগে এটা চালিয়ে যেতে পার। এটা আয়ত্তে এলে আরেকটা।’

মাশরাফি সময় দেওয়া কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই পেসার, ‘ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন, এটা অনেক। আমার স্লোয়ার অন্যদের থেকে একটু দুর্বল। কাজেই আজ যে গ্রিপ দেখিয়েছেন, এগুলো আগেরগুলোর থেকে ভিন্ন।’ তবে পেসেই মূল মনোযোগ তার, ‘পেসের সঙ্গে আমার কোনো আপস নেই। আমি মোস্তাফিজ হতে পারব না। মোস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি আর কী।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ