ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ভারতের সাথে ম্যাচ ড্র করে দুঃসংবাদও শুনলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৫ ১২:০৫:৪৫
ভারতের সাথে ম্যাচ ড্র করে দুঃসংবাদও শুনলো বাংলাদেশ

তবে আনন্দের মাঝে দুঃসংবাদও পেয়েছে দলটি। কার্ড সমস্যার কারণে দুই নির্ভরযোগ্য ফুটবলারকে আগামী ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে পাচ্ছে না তারা!

এমনিতে ডিফেন্ডার বিশ্ব নাথ ঘোষ সরাসরি লাল কার্ড দেখেছেন। এছাড়া উইঙ্গার রাকিব হোসেন দেখেছেন দুই ম্যাচে হলুদ কার্ড। যে কারণে পরের ম্যাচে নিশ্চিতভাবে তাদের মাঠের বাইরে থাকতে হচ্ছে। অথচ দুজনই বাংলাদেশ দলের একাদশে নির্ভর যোগ্য ফুটবলার।

এনিয়ে এখন কোচ অস্কার ব্রুজনের কপালে চিন্তার ভাঁজ পড়াটাও অস্বাভাবিক নয়। মালদ্বীপের ম্যাচে হয়তো রাকিবের জায়গায় একাদশে খেলতে পারেন ইব্রাহিম। আর বিশ্বনাথের পরিবর্তে রিয়াদুল হাসান রাফির সুযোগ হতে পারে। সেক্ষেত্রে রক্ষণে পজিশন নিয়েও বদল আসতে পারে। তবে যাই হোক না কেন বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী। পৌঁছে যেতে পারে সাফের কাঙ্ক্ষিত লক্ষ্যে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ