ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

'ঋষভ পন্থ থেকে দূরেই থাকুন আপনি' ফ্যানরা আবেদন করলেন এই লাস্যময়ীর কাছে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৭ ১৩:১০:৪৯
'ঋষভ পন্থ থেকে দূরেই থাকুন আপনি' ফ্যানরা আবেদন করলেন এই লাস্যময়ীর কাছে

অধিকাংশ পন্থের ফ্যানই ঊর্বশীকে আবেদন করেছেন, তিনি যেন টিম ইন্ডিয়ার এই তারকার থেকে দূরে থাকেন! সামনে টি-২০ বিশ্বকাপ রয়েছে। সেই কথা মাথায় রেখেই ফ্যানেরা চাইছেন ঊর্বশীর ছায়া যেন পন্থের ওপর না এসে পড়ে! কিন্তু এখন প্রশ্ন, কেন পন্থের অনুগামীরা ঊর্বশীকে দূরে থাকতে বলছেন।

২০১৮ সালে পন্থের সঙ্গে ঊর্বশী ডেটিং করছেন বলেই খবর হয়েছিল। কিন্তু পরে দু'জনেরই ছাড়াছাড়ি হয়ে যায়। জানা যায় পন্থ সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে ঊর্বশীকে ব্লক করে দিয়েছেন। পন্থ এখন দেরাদুনের ইন্টেরিয়র ডিজাইনার ও উদ্যেগপতি ঈশা নেগির সঙ্গে সম্পর্কে আছেন। সেকথা তিনি নিজেই স্বীকার করেছেন। দু'জনের একত্রে ছবিও দেখা গিয়েছে সোশ্যালে। কিন্তু ঊর্বশীর এই পন্থ প্রীতি ভাল চোখে দেখছেন না ফ্যানেরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ