ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

এইমাত্র পাওয়া : প্রকাশ করা হলো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৯ ০৯:৫৫:২৭
এইমাত্র পাওয়া : প্রকাশ করা হলো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা

যেখানে স্বাভাবিকভাবেই রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেরা। তবে চমক হিসেবে মাত্র ১৮ বছর বয়সেই ব্যালন ডি অরের মনোনয়ন পেয়ে গেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি রদ্রিগেজ। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেলেন তিনি।

এবারের ব্যালন ডি অরের দৌড়ে অন্যদের চেয়ে খানিক এগিয়েই রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকায় চার ও পাঁচ এসিস্টের মাধ্যমে নিজ দেশকে চ্যাম্পিয়ন করার সুবাদে অনেকটাই এগিয়ে গেছেন তিনি। এছাড়া ক্লাব ফুটবলেও জিতেছেন রেকর্ড অষ্টমবারের মতো পিচিচি ট্রফি।

মেসির পাশাপাশি দৌড়ে ভালোভাবেই রয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। জাতীয় দলের হয়ে সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে দারুণ ধারাবাহিক এই স্ট্রাইকার। গত মৌসুমে বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ২০২০ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতা এ ফুটবলার।

ব্যালন ডি অর মনোনয়নে সবচেয়ে বেশি পাঁচজন করে খেলোয়াড় রয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি থেকে। এ তালিকায় একমাত্র গোলরক্ষক হিসেবে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর ইতালিয়ান তরুণ জিয়ানলুইজি ডনারুম্মা। আগামী ২৯ নভেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডি জয়ীর নাম।

২০২১ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:

রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি/আলজেরিয়া), এনগোলো কান্তে (চেলসি/ফ্রান্স), ম্যাসন মাউন্ট (চেলসি/ইংল্যান্ড), লিওনার্দো বনুচ্চি (জুভেন্টাস/ইতালি), আর্লিং হলান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/নরওয়ে), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), জিয়ানলুইজি ডনারুম্মা (পিএসজি/ইতালি), নিকোলো বারেল্লা (ইন্টার মিলান/ইতালি), রহিম স্টারলিং (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড), লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা), জর্জিও কিয়েল্লিনি (জুভেন্টাস/ইতালি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), পেদ্রি রদ্রিগেজ

(বার্সেলোনা/স্পেন), নেইমার (পিএসজি/ব্রাজিল), কেভিন ডে ব্রুইন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), রুবেন দিয়াজ (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), সাইমন কায়ের (এসি মিলান/ডেনমার্ক), রবার্ট লেওয়ানডস্কি (বায়ার্ন মিউনখ/পোল্যান্ড), জর্জিনহো (চেলসি/ইতালি), সিজার আজপিলিকুয়েতা (চেলসি/স্পেন), মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর), রোমেলু লুকাকু (চেলসি/বেলজিয়াম), ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), জেরার্ড মোরেনো (ভিয়ারিয়াল/স্পেন), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), কাইলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স), লুইস সুয়ারেজ (অ্যাটলেটিকো

মাদ্রিদ/উরুগুয়ে)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ