ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শেষ মূহুর্তের লড়াইয়ে শেষ হলো কলকাতা ও আরসিবির ম্যাচ ,জেনেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১১ ২৩:৪৮:৫৮
শেষ মূহুর্তের লড়াইয়ে শেষ হলো কলকাতা ও আরসিবির ম্যাচ ,জেনেনিন ফলাফল

কার্তিক আউট

শেষ মুহূর্তে ফিরলেন কার্তিকও। বিপদ বাড়ছে কেকেআর-এর।

নারাইন আউটসিরাজের প্রতিশোধ। নারাইনকে ফিরিয়ে দিলেন আরসিবি পেসার।

নীতীশ আউটম্যাচ নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও ঝুঁকি নিতে গিয়ে অকারণে উইকেট খোয়ালেন নীতীশ (২৩)।

বেঙ্কটেশ আউটভুল শট খেলে ফিরে গেলেন বেঙ্কটেশ (২৬)।

১০ ওভারে কলকাতা ৭৪-২জোড়া ধাক্কা সামলে ভাল খেলছেন বেঙ্কটেশ (২৪) এবং নীতীশ (১৫)। জিততে ৬০ বলে ৬৫ চাই কেকেআর-এর।

রাহুল আউটরাহুল ত্রিপাঠিকে (৬) ফিরিয়ে দিলেন যুজবেন্দ্র চহাল।

ফিরলেন শুভমনহর্ষলের বলে ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমন (২৯)। কেকেআর ৪১-১।

কেকেআর ৩ ওভারে ১৯আরসিবির-র বিরুদ্ধে শুরুটা দারুণ করলেন কেকেআর-এর দুই ওপেনার।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২১ ২১:১১আরসিবি থামল ১৩৮-এনারাইনের দুরন্ত বোলিংয়ের দাপটে ১৩৮-এর বেশি তুলতে পারল না আরসিবি।

রান আউট ক্রিশ্চিয়ানঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে ফিরে গেলেন ড্যান ক্রিশ্চিয়ান (৯)।

আউট শাহবাজফার্গুসনের বলে ছক্কা মারতে গিয়ে ফিরলেন শাহবাজ (১৩)।

আরসিবি ১৮ ওভারে ১১৯-৫ক্রিজে রয়েছেন ক্রিশ্চিয়ান (২) এবং শাহবাজ (১২)।

আউট ম্যাক্সওয়েলচতুর্থ উইকেট নারাইনের। এ বার তিনি ফেরালেন ম্যাক্সওয়েলকে।

আরসিবি ১৬ ওভারে ১১১-৪পরপর উইকেট হারানোয় আরসিবি-র রান তোলার গতি অনেকটাই শ্লথ।

আউট ডিভিলিয়ার্সথামার লক্ষণ নেই নারাইনের। তিন নম্বর উইকেট পেয়ে গেলেন তিনি। এ বার ফেরালেন ডিভিলিয়ার্সকে।

কোহলী আউটনারাইনের বলে বোকা বনে ফিরলেন কোহলী। ৩৯ রানে আউট আরসিবি অধিনায়ক।

আউট ভরতসুনীল নারাইনের বলে বেঙ্কটেশের হাতে ক্যাচ দিলেন ভরত। দ্বিতীয় উইকেট পড়ল আরসিবি-র।

৯ ওভারে আরসিবি ৬৬-১রান তোলার গতি কিছুটা কমেছে কোহলীদের। অধিনায়ক ৩০ এবং ভরত ৮ রানে ক্রিজে।

পাড়িক্কল আউটলকি ফার্গুসনের বলে বোল্ড হলেন পাড়িক্কল (২১)।

আরসিবি ২ ওভারে ১৭শিবম মাভি এক ওভারে দিলেন ১০। ভাল খেলছেন আরসিবি ওপেনাররা।

কলকাতার দলে নেই রাসেলকলকাতার দলেও কোনও পরিবর্তন নেই। অর্থাৎ আন্দ্রে রাসেলের দলে ঢোকা হল না।

টসে হারল কলকাতাটসে জিতে ব্যাটিং নিলেন কোহলী। দলে কোনও পরিবর্তন নেই। জানালেন, পিচ দেখে ভাল লেগেছে তাঁর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ